fbpx

English শেখা নিয়ে আমাদের যে ভুল পরিকল্পনা থাকে

S.S.C এবং H.S.C পরীক্ষার আগে আগে, শিক্ষার্থীদের পাশাপাশি বিশেষ করে, আমাদের দেশের অভিভাবকরাও শিক্ষার্থীদের English বিষয়ে ভালো ফলাফলের জন্য উদ্বিগ্ন হয়ে পড়েন। এবং English -এ ভালো Result এর প্রত্যাশায় কোন ক্ষেত্রে Private শিক্ষক নিয়োগ, অধিকাংশ ক্ষেত্রে বিশেষ কোন কোচিং সেন্টারে S.S.C ও H.S.C পরীক্ষার পূর্ব পর্যন্ত শিক্ষার্থীদের English Model Test এ অংশ গ্রহন করানো এবং বাড়তি Take Care নেয়া শুরু করেন। এর মাধ্যমে S.S.C ও H.S.C পরীক্ষাতে কাঙ্ক্ষিত ফলাফলও শিক্ষার্থীরা হয়তোবা পেয়ে যান এবং অভিভাবকরাও English এর Result নিয়ে এক রকম খুশীই থাকেন।

কিন্তু একটু গভীরভাবে চিন্তা করুন; আমাদের দেশের লক্ষ্য লক্ষ্য এসব শিক্ষার্থীরা Public পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও, আধুনিক যুগের English Based পড়াশুনা ও প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলতে তারা কতটুকু প্রস্তুত? শুধু মাত্র English ভাষা না জানার কারনে- নাম সর্বস্ব ডিগ্রী নিয়ে তারা অনেকেই শিক্ষিত বোবা বা অন্ধ হয়ে আধুনিক Study ও প্রযুক্তির কাছে আত্মসমর্পণ করছেন। অথচ, S.S.C ও H.S.C পর্যন্ত সার্টিফিকেট অর্জন করতে শুধু English Subject এর জন্য কত পরিমান অর্থ ও সময় বিনিয়োগ করতে হয়েছে তা কিন্তু কেউই ভেবে দেখি না।

সত্যিকার অর্থে English শেখার জন্য The Message Institute এর এই কথা গুলো বিজ্ঞাপনের ভাষা মনে করলেও কোন শিক্ষার্থীকে English শেখার সঠিক সময় ও স্থান নির্বাচনের জন্য বিভ্রান্ত করার জন্য নয়।

The Message Institute – আপনি বা আপনার সন্তানকে Class Two থেকে যে কোন বয়সী শিক্ষার্থীকে এক বারই এসে English শেখার আহবান করছে এবং অল্প সময়ে English শিখে বাকী জীবনে English নিয়ে পড়াশুনা বা অন্য পেশায় English কে কাজে লাগানোর জন্য যোগ্য করে গড়ে তোলার চেষ্টা করছে। English ভাষা বলতে ও লিখতে পারার সামর্থ্য বাড়তি যোগ্যতা হলেও, তা কিন্তু জ্ঞানী হওয়ার প্রতীক নয়।

আমাদের প্রচলিত শিক্ষা ব্যবস্থা, আমাদের সকল শিক্ষার্থীদের ডিগ্রী দিলেও -English দিয়ে সুষ্ঠুভাবে কাজ সম্পাদনের জন্য জাতীয় ও আন্তর্জাতিক ভাবে যোগ্য করে গড়ে তুলতে পারছেনা।

তাই English ভাষা, কোন উপলক্ষকে সামনে রেখে না শিখে, Smart বিশ্বের সাথে তাল মেলাতে এবং জীবনে যে কোন ভালো পেশায় নিজেকে সম্পৃক্ত করে, উন্নত জীবন গড়তে The Message Institute, আপনি ও আপনার সন্তানকে এখনই English শেখার গুরুত্ব অনুধাবন করতে বলছে এবং একবারই সঠিক সময়ে English শিখে,সারাজীবন English নিয়ে জীবনকে উপভোগ করার আহবান জানাচ্ছে।