fbpx

কেন আমাদের কোর্স গুলো করবেন?

বাংলাদেশে অনেক দেশি-বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, যেখানে English শেখার জন্য এই কোর্স গুলো করা যায়। প্রশ্ন হলো, আপনি কেন আমাদের কোর্স গুলোই করবেন?

 

SPOKEN AND WRITTEN ENGLISH

এক. Spoken ও Written এই কোর্সটি শেখার জন্য The Message Institute সব শ্রেণী বয়সের শিক্ষার্থী শিশু হিসেবে বিবেচনা করে থাকে। তাই একে বারে শুন্য থেকেশুরু করে প্রতিটি শিক্ষার্থীকে English শেখানোর চেষ্টা করে।

দুই. English ভাষা শেখার আগে কোন ভাবেই English Grammar এর Rules শেখানোর চেষ্টা করা হয় না।

তিন. ক্লাসে সব শিক্ষার্থীকে Chorus বা এক সাথে সমস্বরে প্রশ্ন ও উত্তর বলানোর Practice করানোর মাধ্যমে English শেখানো হয়।

চার. একই পড়া বার বার পড়ানো হয়। English বলা এবং Written শেখানোর জন্য কৌশল গুলো তাই ভুলে যাওয়ার সম্ভাবনাই থাকেনা।

পাঁচ. Extempore Speech এর মাধ্যমে ক্লাস Presentation -এ বাধ্যতামূলক অংশ গ্রহণ করে কথা বলার জড়তা দূর করা হয়।

ছয়. Written পরীক্ষা গুলো ছোট বাক্য ও Paragraph এর মাধ্যমে Practice করিয়ে ভুল সনাক্ত করা হয়। এর ফলে প্রত্যেক শিক্ষার্থী যেমন এক দিকে নিজেই নিজের ভুল ধরতে পারে, অন্যদিকে অন্যের ভুল গুলোকে চিহ্নিত করার সামর্থ্য অর্জন করে। ফলে যে কোন বিষয়ে বড় বড় Formal Written Task ও সহজেই শিখে ফেলে।

সাত. Face to Face Conversation এর মাধ্যমে প্রত্যেক শিক্ষার্থী নিজেদের মধ্যে ক্লাসে বসেই English Environment তৈরী করে, যা সব শিক্ষার্থীদের মধ্যে English শেখার জন্য বাড়তি উৎসাহ ও উদ্দীপনা যোগায়।

আট. বোঝেন কিন্তু বলতে পারেন না, সে ক্ষেত্রে আপনি এখনো শিখেন নি, তাই স্বতঃফূর্ত ভাবে বলতে পারার সামর্থ্য অর্জন না করা পর্যন্ত The Message Institute আপনাকে স্বীকৃত ও certificate প্রদান করে না

 

ENGLISH PHONETICS

English Spoken শেখার পর, প্রায় সব শিক্ষার্থীদের মধ্যেই English Language কে Native -দের মতো করে Present করার একটি প্রত্যাশা থাকে। The Message Institute – Phonetics এর শিক্ষার্থীদের কিভাবে বাড়তি সুবিধা দেয়?

এক. Phonetics এর IPA Rules অনুযায়ী সব গুলো Alphabet শিখিয়ে একটি একটি করে Perfect Sound Produce করা শেখানো হয়।

দুই. Phonetics এর সব Rules গুলোকে প্রয়োজনানুযায়ী ধাপে ধাপে শেখানো হয়।

তিন. Audio-Visual ও Tongue Twister এর মাধ্যমে প্রত্যেক শিক্ষার্থী তার সামর্থ্য অনুযায়ী সময় নিয়ে Sound Produce করার সময় পায়।

চার. প্রত্যেক শিক্ষার্থী নিজেই নিজের সাথে প্রতিযোগিতা করে নিজেদের এগিয়ে নিতে থাকে।

পাঁচ. IPA symbol এ Reading পড়া ও Free Hand Writing শিখে।

ছয়. B.B.C, Al-Jazeera বা CNN এর মতো International English News Channel গুলোকে উপভোগ করতে শিখে।

সাত. প্রতিটি শিক্ষার্থী এক সময় সত্যিকার অর্থে English Language এর ক্ষেত্রে English জানা Smart বলে নিজেকে ভাবতে শিখে।

 

IELTS English Course

IELTS একটি Technique নির্ভর কোর্স। প্রথমত আপনাকে IELTS করতে হলে English Language জানতেই হবে। বাংলাদেশে অনেকেই IELTS Teaching প্রতিষ্ঠান রয়েছে, যাদের অনেকেই IELTS Course টিতে অনেক Unfit শিক্ষার্থীদেরকে অনেকটা যোগ্য ভেবে নিয়েই IELTS Teaching দেয়া হয়। কিন্তু IELTS এর ক্ষেত্রে কেন The Message Institute আলাদা?

এক. Unfit কোন শিক্ষার্থীকে কোন ভাবেই IELTS এর Course এ Admission করানোই হয় না।

দুই. IELTS এর Module অনুযায়ী প্রতি সপ্তাহে ৬ দিনই ক্লাস থাকে।

তিন. Module অনুযায়ী Weak Student দের কে আলাদা করে Module Task বোঝানো ও Test ও Mock Test নিয়ে Intensive Practice এর মাধ্যমে মূল্যায়ন করা হয়।

চার. প্রত্যাশিত Band Score এর Model Quality অর্জনে, বার বার মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থীদেরকে Perfect Guide Line ও Tips প্রদান।

পাঁচ. The Message Institute এ Mock Test এ কাঙ্ক্ষিত Band Score এর Model অর্জন না হওয়া পর্যন্ত কোন শিক্ষার্থীকে IELTS এর Actual Test এ অংশ গ্রহন না করতে বলা এবং প্রত্যাশিত Band Score এর জন্য করনীয় সব Module এর Weak Point গুলোকে Monitor করা ও নির্দেশনা দেয়া।

ছয়. Unlimited Class থাকায় The Message Institute একজন Weak শিক্ষার্থীর কাছেও IELTS এর Preparation এর জন্য তাই Best Entertainment Place.