fbpx

কারা আমাদের কোর্স গুলো করতে পারবেন?

Spoken English এই কোর্সটির ক্ষেত্রে এখানে একটু ভিন্ন ভাবে ব্যাখ্যা করে বিষয়টি পরিষ্কার করা দরকার। সাধারণত আমরা বাঙ্গালীরা সহ পৃথিবীর যে কোন দেশের, যে কোন ভাষাভাষীর মানুষরা যার যার মাতৃভাষা শেখার ক্ষেত্রে, আমরা কিন্তু অক্ষর চিনে-জেনে-শুনে নিজ নিজ মাতৃভাষা শিখিনি। যেমন -আমরা বাঙালীরা, আমরা অ, আ, বা ক, খ, অক্ষর অথবা বাংলা ভাষার ব্যাকরণের কোন নিয়ম কানুন জেনে-বুঝে কিন্তু বাংলা ভাষায় কথা বলা শিখিনি। ঠিক তেমনি ভাবে পৃথিবীর কোন ভাষাভাষীর মানুষও কিন্তু তাদের নিজ নিজ ভাষার Grammar বা অক্ষর জেনে-বুঝে তাদের ভাষা শিখেন না।

The Message Institute -ঠিক এখানটাতেই জোর দেয় অর্থাৎ কোন ভাষার অক্ষর বা Grammar না জেনে যদি মাতৃ ভাষা শেখা সম্ভব হয়, তাহলে আমরা বাঙালিরা ছোট বেলা থেকেই English ভাষাকে পাঠক্রমের অন্তর্ভুক্ত করেও কেন English Language কে আয়ত্ত করতে ব্যর্থ হই? তাই এই বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে English ভাষাকে শেখার অভাবনীয় কিছু কৌশল প্রয়োগ করে The Message Institute কার্যত সকল বয়সী বাংলা ভাষা জানা শিক্ষার্থীদের Spoken এবং Written কোর্সে অংশ গ্রহণ করে English ভাষা শেখায় সাফল্য লাভ করতে আহবান করে।

সব বয়সী ও পেশাজীবী শিক্ষার্থীদেরকে The Message Institute একজন অভিভাবকের দায়িত্ব নিয়ে সকল শিক্ষার্থীদেরকে শিশু বলে বিবেচনা করে থাকে। তাই The Message Institute এ প্রায় সব বয়সী ও সকল শিক্ষায় শিক্ষিত বা অর্ধশিক্ষিত শিক্ষার্থীরাই English Spoken ও Written কোর্সে অংশ গ্রহণ করে উপকৃত হতে পারেন।

অন্যদিকে English ভাষা বলতে পারার সামর্থ্য অর্জনের পর Phonetics শিখতে The Message Institute সকল শিক্ষার্থীদেরকে উদ্বুদ্ধ করে।

তাছাড়া বিদেশে যাওয়ার ক্ষেত্রে IELTS যেহেতু পূর্ব শর্ত হিসেবে বিবেচিত হয়, তাই প্রত্যাশিত বা Band Score না পাওয়া পর্যন্ত The Message Institute আপনাকে Intensive Care এ নিয়ে সপ্তাহে ৬ দিন এবং ২টি করে ক্লাস ও Mock Test নিয়ে নিজেকে তৈরী করতে নিবেদিত থাকে।