fbpx

৬ মাসে যদি কোর্স শেষ না হয় তাহলে কি হবে?

এক কথায় ৬ মাসে কোর্স শেষ না হলে আপনি পুনরায় কোন বাড়তি টাকা প্রদান না করেই The Message -এ নতুন করে আবারো কোর্স শুরু করতে পারবেন।

সাধারণত কোন শিক্ষার্থী The Message -এ এসে কোন কোর্সে অংশ গ্রহণ করে থাকলে, দীর্ঘ ৬ মাস প্রায় সব শ্রেণীর শিক্ষার্থীর জন্য যথেষ্ট সময়। কিন্তু বাস্তবতার আলোকে কোন শিক্ষার্থী যদি কোন কারণে The Message -এ ভর্তি হওয়ার পরে ক্লাস শুরু করে বা ক্লাস শুরু না করেই ৬ মাস সময় অতিবাহিত হয়ে যায় কিংবা প্রত্যাশা অনুযায়ী English Spoken ও Written শিখতে অথবা IELTS এর কাঙ্খিত স্কোর পেতে ব্যর্থ হন – সেক্ষেত্রে প্রতিটি শিক্ষার্থী ভর্তি বাবদ যে টাকা প্রদান করেছেন -সেই টাকা The Message এর কাছে আমানত হিসেবে রাখা আছে বলে বিবেচনা করা হয়।

তাই প্রতিটি শিক্ষার্থীই তার প্রত্যাশা পূরণের জন্য The Message এর চলতি ব্যাচ গুলোর সাথে আগের মত করে English শেখার জন্য নিজেদেরকে সম্পৃক্ত করতে পারেন।

The Message প্রত্যেকটি শিক্ষার্থীকে মানব সম্পদ মনে করে তাদের দক্ষতা বাড়ানোর প্রচেষ্টায় কাজ করে থাকে।

কাজেই ৬ মাস বা সময় The Message এ কোন বাধা নয়,শিক্ষার্থীর প্রত্যাশা ও তাদের English ভাষা শিখিয়ে যোগ্য হিসেবে গড়ে তোলাই The Message Institute এর মহান লক্ষ্য।