ঠিকানা
112, 2 No Dayeera Sharif Gate, Azimpur, Dhaka - 1205
ফোন
01718-660604
01618-660604
কোর্সের মূল্য
৳9500
কোর্সের সময়
৬ মাস
ক্লাসের সময়
সকালঃ ৮টা ও ১১টা
বিকালঃ ৩টা ও ৫টা
এবং সন্ধ্যা: ৭টা
মোট ক্লাস সংখ্যা
১৫০+
মোট টাস্ক সংখ্যা
৫০+
কোর্সটি করেছে
৫০০০+ শিক্ষার্থী
আমাদের Spoken English Course -এর Course Fee: 9500 টাকা।যা ভর্তির সময় একসাথে প্রদান করতে হয়।
Spoken English Course -এর Course Duration যদিও ৬ মাস তবে এটি অনির্দিষ্ট। কারণ, The Message Institute – এ Spoken English Course -এর class আপনি ততদিন করতে পারবেন যতদিন না আপনি English Speaking -এ Fluency অর্জন করছেন।
সাধারণত আমাদের coaching center -এ এসে কোনো শিক্ষার্থী কোন কোর্সে অংশ গ্রহণ করে থাকলে, দীর্ঘ ৬ মাস প্রায় সব শ্রেণীর শিক্ষার্থীর জন্য যথেষ্ট সময়। কিন্তু বাস্তবতার আলোকে কোন Student যদি কোন কারণে প্রত্যাশা অনুযায়ী English Speaking শিখতে ব্যর্থ হন তাহলে চলতি ব্যাচ গুলোর সাথে আগের মত করে English Language শেখার জন্য নিজেদেরকে সম্পৃক্ত করতে পারবেন।
এক কথায় ৬ মাসে কোর্স শেষ না হলে আপনি পুনরায় কোন বাড়তি টাকা প্রদান না করেই English Speaking Course -এর Class করতে পারবেন।
English Speaking Course -এর Class চলাকালিন আপনার বর্তমান অবস্থা যাচাইয়ের জন্য English Speaking ও English Writing -এর উপর বিভিন্ন Task দেয়া হবে।
Task Complete করার মাধ্যমে আপনি যেমন নিজের অবস্থা বুঝতে পারবেন, তেমনি ভবিষ্যতে কিভাবে আরো ভালো ভাবে Speaking -এ দক্ষ হতে পারবেন সে ব্যাপারে Instructor -এর পক্ষ থেকে দিক নির্দেশনাও পাবেন।
প্রতিদিন ক্লাস শেষে কিছু সময়ের জন্য English Practice Session হয়ে থাকে। যাতে করে শিক্ষার্থীরা শেখার সাথে সাথে Practice এর মাধ্যমে English Language -কে আরো ভালো ভাবে আয়ত্ত করতে পারে।
Practice Session গুলো বিভিন্ন ধরনের হয়ে থাকে। যেমনঃ English Writing Task, Quiz Test, Translation Task, Presentation Task, Chorus Test etc.
প্রতিদিন ৫টি সময়ে English Speaking Course -এর Class হয়ে থাকে। সকাল ৮টা, এবং ১১টা। বিকাল ৩টা এবং ৫টা। সন্ধ্যা ৭টা। এই ক্ষেত্রে যদি কেও চায় তাহলে একই সাথে ২টি বা ৩টি Spoken English -এর Class করতে পারবে।
কারণ, বেশি বেশি ক্লাস করার ফলে শিক্ষার্থীরা দ্রুত English Speaking Skill টি অর্জন করতে পারে Speaking -এর class -এর সাথেই English Writing -এর ক্লাস থাকবে।
The Message Institute -এর Spoken English Course -এর ক্লাস অনির্দিষ্ট। কোনো একজন Student -এর Speaking শিখতে যত গুলো ক্লাসের প্রয়োজন সে তত গুলো ক্লাস কোনো বাধা ছাড়াই করতে পারবে।
The Message Institute -এর Spoken English Course টি এমন ভাবে সাজানো হয়েছে যাতে করে সকল বয়সের শিক্ষার্থীরা একটি কোর্সের মাধ্যমে English Speaking -এ দক্ষতা অর্জন করতে পারে। আমাদের কোর্সটির জন্য বয়স কোনো বাধা না বরং ইচ্ছা শক্তিই হচ্ছে মূল।
Beginner -রা এই কোর্সের মাধ্যমে একদম Basic থেকে English Speaking Course -টি শিখতে পারবেন। আবার যারা ইংরেজি কিছুটা পারেন(Intermediate) তারাও এই কোর্সের মাধ্যমে নিজেকে Basic English Speaking -এর দক্ষতাকে Advance Level -এ নিয়ে যেতে পারবেন।
আর যদি আপনি Advance Level এর English Speaker হয়ে থাকেন কিন্তু ইংরেজি চর্চার মাধ্যমে নিজেকে আরো সমৃদ্ধ করতে চাচ্ছেন তাহলেও আপনি আমাদের এই একই English Speaking Course -টি করে নিজেকে চর্চার মধ্যে রাখতে পারবেন।
JSC, SSC, HSC, BSC অথবা MSC আপনি যেই Level -এরই শিক্ষার্থীই হননা কেন, The Message Institute -এর Complete Course of Spoken English Course টিই আপনার English Learning জন্য যথেষ্ট।
আমাদের Spoken English Course টিতে Basic English Speaking থেকে Advance English Speaking এর সাথে সাথে English Writing ও শেখানো হয়। এছাড়াও Vocabulary, Grammar, Pronunciation, Fluency, Presentation এবং Conversation skill এ আপনাকে দক্ষ করে তোলা হয়।
English Speaking Course এর সাথে The Message Institute -এর Spoken English Book “The Message of English” বইটি দেয়া হয়। এছাড়া Spoken English Course -এর শিক্ষার্থীদের জন্য আরো অনেক বইয়ের ব্যবস্থা আছে যা শিক্ষার্থীরা তাদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারবে।
The Message Institute -এর Spoken English Course -টি করার পর আপনি Smartly English -এ কথা বলতে এবং লিখতে পারবেন। ভুল উচ্চারণ বাদ দিয়ে সঠিক উচ্চারণ ব্যবহার করে আপনি সবার সাথে English -এ স্বচ্ছন্দে কথা বলতে পারবেন এবং নির্ভুল English Writing করতে পারবেন।
ফলে Speaking এবং Writing -এর জড়তা ও বানান ভূলের প্রবণতা দূর হবে এবং আপনি নিজেকে সুন্দর ভাবে সবার সামনে তুলে ধরতে পারবেন। এছাড়া যেকোনো English Interview, Presentation, Client Meeting সুন্দর ভাবে পরিচালনা করতে পারবেন।
যেকোনো ভাষায় দক্ষতা অর্জনের জন্য গুরুত্ব পূর্ণ ভুমিকা পালন করে Vocabulary. স্পোকেন ইংলিশেও ব্যতিক্রম নয়। যার English Vocabulary যত বেশি উন্নত তার স্পোকেন ইংলিশেও তত বেশি দক্ষ।
তাই আমাদের The Message of English বইটিকে শত শত Word এবং Sentence এর অর্থ সহ তৈরি করা হয়েছে। স্পোকেন ইংলিশের এই বইটিকে কেন্দ্র করে যদি কেও English Vocabulary শেখা শুরু করে তাহলে খুব সহজেই সে English Speaking -শিখতে পারবে।
English Speaking Course -এর সাথে বইটি সম্পূর্ণ Free -তে দেওয়া হয়।
The Message Institute -এ English Speaking Course -এর শিক্ষার্থীদের Chorus পদ্ধতি ব্যবহার করে Spoken English শেখানো হয়। Chorus পদ্ধতির বিশেষত্ব হলো এই একই পদ্ধতি ব্যবহার করে একটি শিশু তার মাতৃ ভাষা শিখে।
যেহেতু কোনো শিশু Grammar না জেনে এই একই পদ্ধতি ব্যবহার করে নিজের মাতৃ ভাষা শিখেতে পারে তাই আপনিও Grammar সম্পর্কে কোন কিছু না জেনে Chorus এর মাধ্যমে ইংরেজি শিখতে পারবেন। তবে আপনার জানার অথবা বুঝার সুবিধার্থে Grammar সম্পর্কে ধারনা দেয়া হবে।
The Message English Coaching Center -এর Spoken English Course -টি করতে আপনাকে Grammar শেখা অথবা মুখস্ত করা নিয়ে কোনো প্রকার সমস্যার সম্মুখীন হতে হবে না।
ইংরেজিতে স্মার্টলি কথা বলার ক্ষেত্রে Pronunciation অনেক গুরুত্ব বহন করে। Chorus পদ্ধতিতে বার বার একটি শব্দ বলা এবং Practice করানোর মাধ্যমে আপনার মুখের উচ্চারণের জড়তা দূর হয়ে যাবে। ফলে আপনি ইংরেজি শব্দ গুলো খুব সুন্দর ভাবে উচ্চারণ করতে পারবেন। এতে করে আপনি English Language -এ আরো সুন্দর করে কথা বলতে পারবেন।
বর্তমানে এমন অনেক শিক্ষার্থী আছেন যারা কিনা IELTS -এর প্রস্তুতি নিচ্ছেন। IELTS -এর Speaking Test -এর প্রস্তুতির জন্য একটি ভালো কোর্স খুঁজছেন, তারা আমাদের Complete Course of Spoken English Course -টি করতে পারেন।
এতে করে IELTS Speaking Test -এর জন্য যেমন ভালো Practice করতে পারবেন তেমনি একটি ভালো Band Score পাওয়ার সক্ষমতা অর্জন করতে পারবেন। Practice এবং Fluency অর্জন করার জন্য আমাদের প্রায় সকল IELTS শিক্ষার্থীরাই আমাদের English Speaking Course -টি করে থাকে।
ইংরেজি উচ্চারণ ঠিক করার পর যে কাজটি আমাদের প্রতিটি শিক্ষার্থী করে থাকে তা হলো Speaking Fluency অর্জন। কারণ, যে Speaking English -এ যত বেশি Fluent সে তত বেশি Expert. তাই আমরা প্রতিটি শিক্ষার্থীকে তত দিন পর্যন্ত ক্লাস করতে বাধ্য করি যত দিন না সে Fluently English -এ কথা বলতে না পারছে।
এমন অনেকেই আছেন যারা কিনা English বলার মত লিখতেও ভয় পান। দুইটি বিশেষ কারনে এই সমস্যাটি হয়ে থাকে। 1. Misspelling -এর ভয়। 2. Grammatical Mistakes -এর ভয়।
Spoken English Class -এর সাথে Regular English Writing এর ক্লাস করার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের এই English Writing -এর ভয় দূর করতে পারে এবং বিনা দ্বিধায় ইংরেজি লিখতে পারে।
English Conversation Skill সকল ক্ষেত্রে সমান গুরুত্ব বহন করে। কারণ, School, College, Office অথবা প্রতিদিনের জীবনে আমাদের কখনো না কখনো ইংরেজিতে কথা বলার প্রয়োজন হয়। আর এই প্রয়োজনকে পূরণ করতে আমাদেরকে Skillful হতে হবে English Conversation -এ।
কেউ যদি ইংরেজি শিখে ইংরেজিতে কথা বলতে না পারে তাহলে তার এই শিক্ষার কোনো মূল্য থাকে না। কারণ, তিনি এই ইংরেজি শিক্ষা তার জীবনের কোনো প্রয়োজনে ব্যবহার করতে পারবে না। তাই, আমাদের Spoken English Course -এর একটি বিশেষ Session হয় শুধু মাত্র Class -এর অন্যান্য শিক্ষার্থীদের সাথে Conversation Practice করার মাধ্যমে।
Communication Skill হিসেবে English ভাষা শেখা বর্তমানে অপরিহার্য। English যদিও আমাদের মাতৃ ভাষা নয় কিন্তু ব্যবহারের দিক থেকে এটি অনেক গুরুত্ব রাখে। Globally English -ই হচ্ছে বর্তমানে Communication -এর জন্য সবচেয়ে ব্যবহৃত ভাষা।
তাই দেশের বাহিরে বা ভিতরে সকল ক্ষেত্রেই আমাদের English Communication Skill -টি আমাদেরকে অনেক সাহায্য করে থাকে। English -এ কিভাবে একজন মানুষের সাথে আপনি সুন্দর ভাবে Communicate করবেন তা আমাদের English Speaking Course করে শিখে নিতে পারবেন অতি সহজে।
Job বা Business -এর জন্য যে Skill -টি আমাদের সকলের প্রয়োজন হয়ে থাকে তা হলো Presentation Skill. প্রায় সময় Job বা Business -এর জন্য আমাদের ইংরেজিতে নিজেদেরকে তুলে ধরতে হয়।
তখন অনেক ভালো মানের English না জানা থাকাতে এবং Presentation Practice না থাকার ফলে ভালো Presentation দেয়া সম্ভব হয় না। আমাদের শিক্ষার্থীরা যাতে এই সমস্যায় না পড়ে সেই জন্য English Speaking Course -এর প্রতিটি শিক্ষার্থীকে প্রতিদিন একবার করে Presentation Practice করানো হয়। ফলে শিক্ষার্থীরা শুরু থেকেই Presentation Skill -এ দক্ষ হয়ে উঠে।
দুইটি প্রশ্ন শিক্ষার্থীরা প্রায় করে থাকে। 1. Why to Learn Spoken English(স্পোকেন ইংলিশ কেন শিখবো)?, 2. How to Learn Spoken English(স্পোকেন ইংলিশ কিভাবে শিখবো)?
এই দুইটি প্রশ্নের উত্তর খুব সহজ। Learn Spoken English for your career and from an offline course. English Speaking এমন একটি Skill যা জীবনে কোনো না কোনো ক্ষেত্রে কাজে লাগেই আর এই Spoken English Course করার সবচেয়ে কার্যকরী মাধ্যম হচ্ছে Offline/ স্বশরীরে ক্লাসে অংশগ্রহন করে English শেখা।
কারণ, স্বশরীরে ক্লাস করার ফলে একজন Student যেই মনোযোগ নিয়ে Class করতে পারে তা Online- এ সম্ভব না। এছাড়া Offline-এ Practice করার জন্য এবং Improve করার জন্য যে সুবিধা গুলো শিক্ষার্থীরা পেয়ে থাকে তা Online -এ পায় না। ফলে Online -এ কোর্স করলেও ইংরেজি তেমন ভালো ভাবে শেখা হয়ে উঠে না। তাই, Best way of Learning English Speaking is Offline Based Course.
English improve করার জন্য আপনি কিছু কাজ প্রতিনিয়ত করতে হবে। যেমনঃ বেশি বেশি English -এ কথা বলা, Conversation Practice করা, প্রতিদিন কিছু সময়ের জন্য English Listening and Reading করা, নতুন নতুন Vocabulary এবং Phrase শেখা ও চর্চা করা, কারো সাথে কিছু সময় Daily English Speaking Practice করা ইত্যাদি।
এছাড়া আরো অনেক উপায় রয়েছে নিজের Speaking English Skill কে Improve করার। তবে এই সব কাজই কিন্তু আপনি চাইলে প্রতিদিন করতে পারবেন আমাদের Spoken English Course -এর মাধ্যমে।
প্রতিদিন আমাদের শিক্ষার্থীরা ক্লাস করার ফলে যেমন বেশি বেশি ইংরেজিতে কথা বলতে এবং Practice করতে পারছে তেমনি তাদের Speaking Skill দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। The Message of English বইটিতে থাকা নতুন নতুন Word এবং Phrase শিক্ষার্থীদের সাহায্য করছে তাদের ইংরেজি কে আরো উন্নত করতে।
এই বাংলা ভাষা শেখার আগে আমরা নিজেরা কিন্তু কেউই অ,আ কিংবা ক,খ বলা বা চেনা শিখিনি। অর্থাৎ ক,খ না জেনে যদি বাংলা শিখতে পারি তাহলে A , B , C না জেনেই ইংরেজি ভাষা বা স্পোকেন ইংলিশ কেন নয়?
মাতৃভাষার অজুহাত দেখিয়ে বাংলা জানা এবং মাতৃ ভাষা না হওয়ার কারনে Spoken English না জানা বিষয়টি বিতর্কিত। কিন্তু সেই বিতর্কের সমাধান দেয় আমাদের coaching center “The Message Institute”, সহজেই এদেশের English Speaking Course -এর শিক্ষার্থীদের দিয়ে থাকে।
The Message Institute, English Speaking জানার ক্ষেত্রে সব বয়সী শিক্ষার্থীদের কে English শেখানোর বেলায় শিশুদের মতো করে বিবেচনা করে। সব শিশুরা ভাষা শেখার আগে যেমন কোনো প্রশ্ন না করে আচরণ দিয়ে অনুভুতি প্রকাশ করে এবং ভাষা জানার পরে প্রশ্ন করে, ঠিক তেমনি ভাবে The Message, Spoken English Course -এর সব শিক্ষার্থীদের কে শুন্য থেকে তাদেরকে শেখানোর চেষ্টা করে।
তাই প্রতিটি শিক্ষার্থী একটা সময়ে English ব্যবহার করে, প্রশ্ন করার দ্বারা- যার যার English কে ব্যবহারের ক্ষেত্রে নিজেদের কে ইংরেজি শেখার চুড়ান্ত পর্যায়ে নিয়ে যান।
এই ক্ষেত্রে The Message Institute, সব শিক্ষার্থীদের কাছে, সবসময়ই নিজ ঘরের একজন দায়িত্তশীল অভিভাবকের মতো দায়িত্ব পালন করে। তাই স্পোকেন ইংলিশ জানাটা প্রতিটি শিক্ষার্থীর কাছে একটি প্রাকৃতিক নিয়মে পরিণত হয়।
স্পোকেন ইংলিশ জানলেই একজন ব্যক্তি জ্ঞানী হন না বরং ভাষা জেনেও ভাষা ব্যবহার করে কর্মের মাধ্যমে জ্ঞানের বিকাশ ঘটান। The Message Institute, এদেশের বাংলা ভাষী মানুষের জন্য ইংরেজি জেনে কর্মের দ্বারা তাদেরকে প্রতিষ্ঠিত হতে প্রেরণা হিসেবে সেই শক্তিটিই যোগিয়ে যাচ্ছে।
বাংলাদেশে অনেক দেশি-বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, যেখানে English শেখার জন্য এই কোর্সটি করা যায়। প্রশ্ন হলো, আপনি কেন আমাদের কোর্সটিই করবেন?
এই সকল বিষয় গুলোর জন্য, The Message Institute, শিক্ষার্থীরা শতভাগ সফল। তাই আমারাও বলতে পারি, আমাদের কোর্সটি One of the Best Spoken English Course in Dhaka.
English Speaking Course -এর সাথে সর্বপ্রথম আপনাকে যে Resource -টি দেয়া হবে তা হলো The Message Institute -এর নিজস্ব বই “The Message of English”. এই বইটি সম্পূর্ণ কোর্স এই প্রয়োজন হবে। এই Spoken English Book -টি থাকা resource ব্যবহার করেই আপনাকে ইংরেজি শেখানো হবে।
এ ছাড়া আরো অনেক Spoken English Book রয়েছে আমাদের সংগ্রহে যা প্রয়োজন অনুসারে শিক্ষার্থীদের সাথে শেয়ার করা হয়।
কোর্সে ভর্তি হবার পূর্বে অনেকের মনেই দ্বিধা থাকে। তাই আমাদের Spoken English Course -এ ভর্তি হতে আগ্রহী এমন সব শিক্ষার্থীদের জন্য The Message Institute একটি Spoken English Free Class -এর ব্যবস্থা করেছে। এই ক্লাসে অংশ গ্রহন করে আপনি দুটি কাজ করতে পারবেন।
এক. আপনার মনের ভিতর থাকা সকল প্রশ্ন কোর্স Instructor কে করতে পারবেন। দুই. ছোট একটি ক্লাস করার মাধ্যমে আপনি নিজেও বুঝতে পারবেন কিভাবে The Message Institute গত ১২ বছর ধরে ৫ হাজারেরও বেশি শিক্ষার্থীকে English Learning কাজটি সুন্দর ভাবে করে আসছে।
যেহেতু English Class টি Free তে করানো হয় তাই ক্লাসে অংশগ্রহন করার জন্য কোনো Fee দিতে হয় না। Class টি প্রতি শুক্রবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত হয়ে থাকে। ঠিকানাঃ 118, 2 No Dayera Sharif Gate, Azimpur, Dhaka-1205.
যেহেতু আমাদের কোর্সটি অফলাইন বা সরাসরি করানো হয় তাই আপনাকে ভর্তি সংক্রান্ত সকল কার্যক্রম আমাদের প্রতিষ্ঠানে এসে করতে হবে। তবে আসার আগে অবশ্যই একবার ভর্তির জন্য রেজিস্ট্রেশন ফর্মটি পূরণ করবেন।
BSc, MSc, Geography and Environment, D.U. L.L.B Dhaka City Law College. IELTS: 7.5
The Message Institute এ Spoken ও Written কোর্সে আপনাকে বাসায় পড়তে হবে না। এক কথায় বাসায় কোন Home Work নেই। Spoken ও Written কোর্সের জন্য The Message Institute থেকে আপনাকে Spoken ও Written এর উপর একটি মাত্র বই দেয়া হয়। Spoken ও Written এর জন্য আপনাকে ক্লাসেই Chorus এর মাধ্যমে শেখানো হয়।
হ্যাঁ, আপনার বাসা খুব বেশি দূরে হলে সমস্যা। কিন্তু যেহেতু The Message Institute সপ্তাহে ৬ দিন, দিনে ৫টি Spoken ও Written এবং ২টি IELTS Batch পরিচালনা করছে। তাই English কে সত্যিকার ভাবে জানার স্বার্থে আপনাকে এই সময়ের মধ্যে ক্লাসে উপস্থিত থাকতেই হবে।
বাংলা ভাষাভাষী শিক্ষিত সমাজের লোকদের মাঝে এটি পরিষ্কার যে -বিশ্ববিদ্যালয়ের উচ্চতর ডিগ্রী থাকা সত্ত্বেও – অনেকেই আমরা মাতৃভাষার মতো করে English ভাষা বলতে বা লিখেত পারি না।
এক কথায় ৬ মাসে কোর্স শেষ না হলে আপনি পুনরায় কোন বাড়তি টাকা প্রদান না করেই The Message -এ নতুন করে আবারো কোর্স শুরু করতে পারবেন।
বিভিন্ন পেশাজীবী, বিশেষ করে চাকরিজীবী বা ব্যবসায়ীরা যাদের পেশাগত কারণে অথবা ইংরেজি শেখার স্বপ্ন পূরণে The Message সব সময় পাশে রয়েছে।
The Message Institute -এর Spoken English Course টি এমন ভাবে সাজানো হয়েছে যাতে করে সকল বয়সের শিক্ষার্থীরা একটি কোর্সের মাধ্যমে English Speaking -এ দক্ষতা অর্জন করতে পারে। আমাদের কোর্সটির জন্য বয়স কোনো বাধা না বরং ইচ্ছা শক্তিই হচ্ছে মূল।