ঠিকানা
112, 2 No Dayeera Sharif Gate, Azimpur, Dhaka - 1205
ফোন
01718-660604
01618-660604
কোর্সের মূল্য
৳18,500
কোর্সের সময়
৬ মাস
ক্লাসের সময়
সকালঃ ৯ঃ৩০মি.
এবং রাতঃ ৮ঃ৩০মি.
মোট ক্লাস সংখ্যা
২০০+
মোট টাস্ক সংখ্যা
১০০+
কোর্সটি করেছে
৫০০০+ শিক্ষার্থী
The Message Institute এ IELTS Course Fee: 18,500 TK. যা ভর্তির সময় একত্রে প্রদান করতে হয়।
আমাদের IELTS Course এ Duration যদিও ৬ মাস, তবে এটি অনির্দিষ্ট। কারণ, আমাদের IELTS Coaching -এ IELTS class আপনি ততদিন করতে পারবেন যতদিন না আপনি কাঙ্ক্ষিত Band Score অর্জন করতে পারছেন।
সাধারণত আমাদের IELTS Coaching Center -এ এসে কোনো শিক্ষার্থী কোন কোর্সে অংশ গ্রহণ করে থাকলে, দীর্ঘ ৬ মাস প্রায় সব শ্রেণীর শিক্ষার্থীর জন্য যথেষ্ট সময়। কিন্তু বাস্তবতার আলোকে কোন Student যদি কোন কারণে প্রত্যাশা অনুযায়ী Band Score পেতে ব্যর্থ হন তাহলে চলতি ব্যাচ গুলোর সাথে আগের মত করে IELTS Class করার জন্য নিজেদেরকে সম্পৃক্ত করতে পারবেন।
এক কথায় ৬ মাসে কোর্স শেষ না হলে আপনি পুনরায় কোন বাড়তি টাকা প্রদান না করেই IELTS Course এ Class করতে পারবেন।
IELTS বা International English Language Testing System এ আপনাকে ৪টি বিষয়ের উপর পরীক্ষা দিতে হয়। Speaking, Listening, Reading and Writing. আমাদের IELTS Course এ আপনাকে এই ৪টি বিষয়ের উপর আলাদা আলদা Practice Session দেয়া হবে। প্রতিদিন একটি করে Practice Session হয়। কোন বিষয়ে কোন দিন Practice করবেন, তার দিক নির্দেশনা আপনি Instructor এ পক্ষ থেকে পাবেন।
IELTS Course এ অতি গুরুত্বপূর্ণ একটি পার্ট হলো Speaking. আর এই গুরুত্বপূর্ণ পার্টে ছোট ছোট কিছু ভুল এবং নিয়ম না জানার কারনে শিক্ষার্থীরা Speaking Band Score কম পেয়ে থাকে।
তাই, IELTS Speaking Practice session এ আপনাকে Spoken English Practice করানো হবে এবং Practice শেষে Real Exam এ মত করে Speaking Test নেয়া হবে।
এই Test এর মাধ্যমে আপনার মধ্যে Speaking Module এ কোন ধরনের সমস্যা রয়েছে তা জানতে পারবেন এবং কোন জায়গা গুলোতে Correction করলে IELTS এ মূল পরীক্ষায় Speaking এ আরো ভালো করতে পারবেন তার দিক নির্দেশনাও পাবেন।
IELTS Course এ মোট ৪টি পার্টের মধ্যে আরেকটি পার্ট হলো Listening. IELTS Listening পার্টে, শিক্ষার্থীদের মনোযোগ সহ প্রায় ৪০ মিনিট পর্যন্ত বিরতিহীন English Passage Reading শুনতে হয় এবং উত্তর লিখতে হয়। একটু অমনোযোগী হওয়ার ফলে, অনেক সময় সম্পূর্ণ পরীক্ষা খারাপ হওয়ার সম্ভাবনা থাকে।
আমাদের শিক্ষার্থীদের সাথে যাতে এমন দুর্ঘটনা না ঘটে, তার জন্য আমরা IELTS Course এ শিক্ষার্থীদের একটি সম্পূর্ণ Closed Room(বন্ধ রুম) এ Listening Practice করিয়ে থাকি। ফলে শিক্ষার্থীরা Official IELTS Exam এ মত করে Practice করার একটি পূর্ণাঙ্গ পরিবেশ পায়। যা তাদের মূল পরীক্ষার সময় মানসিক চাপ থেকে স্বাভাবিক হতে সাহায্য করে।
Reading IELTS Course এ শিক্ষার্থীদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ পার্ট। এই পার্টে শিক্ষার্থীদের কিছু Passage দেয়া হয়, সেখান থেকে নির্দিষ্ট সময়ের মধ্যে শিক্ষার্থীদের Task অনুযায়ী উত্তর বের করতে হয়। এটি নতুন শিক্ষার্থীদের জন্য কিছুটা কঠিন এবং সময় স্বাপেক্ষ বিষয় হয়ে উঠে।
তবে আমাদের শিক্ষার্থীরা সঠিক Practice এবং দিক নির্দেশনার মাধ্যমে খুব দ্রুত এবং সহজে IELTS Reading এ পারদর্শী হয়ে উঠে। ফলে শিক্ষার্থীরাও Reading এ অনেক ভালো Band Score অর্জন করতে সক্ষম হয়।
IELTS Writing এ দুটি অংশ থাকে, Writing Task -1 and Writing Task -2. এই দুটি অংশে ভিন্ন ভিন্ন ধরনের Writing Task দেয়া হয়। Task -1 -এ কোন একটি Visual Information থেকে 150 Words এ Summary লিখতে হয় এবং Writing Task -2 -এ কোন একটি নির্দিষ্ট স্টেটমেন্ট থেকে একটি Eassy লিখতে হয়।
সঠিক Writing Structure, পর্যাপ্ত সঠিক Practice, এবং নির্ভুল Grammar ও নতুন নতুন Word এ ব্যবহার শেখানোর মাধ্যমে আমরা IELTS Course এ শিক্ষার্থীদের একটি ভালো Band Score পাওয়ার যোগ্য করে তুলি।
The Message Institute এ প্রতিটি Practice Session অত্যন্ত গুরুত্ব সহকারে করা হয়ে থাকে। প্রতিটি শিক্ষার্থীর দুর্বলতার দিক নজরে রেখেই, Practice Session গুলো করা হয়। তাই শিক্ষার্থীরাও অতি দ্রুত নিজেদের দুর্বলতাকে কাটিয়ে উঠতে পারে।
যেসকল শিক্ষার্থীরা IELTS এর মূল পরীক্ষার জন্য Registration সম্পন্ন করে, তাদের Practice এর সময় বৃদ্ধি করে এবং Mock Test এ মাধ্যমে পূর্ণাঙ্গ IELTS Preparation নিশ্চিত করা হয়।
IELTS course এ task স্বরূপ, Listening, Reading, Writing এবং Speaking এর উপর বিভিন্ন test নেয়া হয়। Test Result সাথে সাথে দেয়া হয় এবং কোন কোন জায়গায় ভুল হয়েছে এবং কোন কোন জায়গায় Improvement করতে হবে তা Instructor এ পক্ষ থেকে সাথে সাথে বলে দেয়া হয়।
IELTS এ, এই Task Test এর Result এ আপনি একটি Band Score পাবেন। যা আপনার সম্ভাব্য Band Score এর অবস্থা নির্দেশ করবে। এই Result এর উপর ভিত্তি করে আপনার দুর্বলতা চিহ্নিত করা হবে এবং ভবিষ্যতের জন্য Instructor এর পক্ষ থেকে দিক নির্দেশনা পাবেন।
এক কথায় IELTS এর মূল পরীক্ষার মত করে পরীক্ষা দেয়ার নামই Mock Test বা IELTS Practice Test। Mock Test এর মাধ্যমে এক জন শিক্ষার্থী তার বর্তমান অবস্থা বিবেচনা করতে পারে। আমাদের IELTS Course এ শিক্ষার্থীরা Course এ ভর্তি হবার পর, নিজের ইচ্ছে মত Mock Test দিতে পারে।
অর্থাৎ, Mock Test এর জন্য, তাদের আলাদা করে কোন ফী দিতে হয় না এবং নির্দিষ্ট সংখ্যক Mock Test এর বাধা ধরা নেই। Instructor এর নির্দেশনা অনুযায়ী আমাদের The Message Institute এ IELTS Course এর শিক্ষার্থীরা প্রয়োজন অনুযায়ী Mock Test দিয়ে থাকে।
তবে এই Mock Test বা IELTS Practice Test এর সুবিধা শুধু মাত্র, The Message Institute এর IELTS Course এর শিক্ষার্থীদেরই দেওয়া হয়ে থাকে। এছাড়া অর্থের বিনিময়ে আমাদের IELTS Coaching এ কোন ধরনের Mock Test এ ব্যবস্থা করা হয় না।
প্রতিদিন দুইবার IELTS Course এর ক্লাস হয়ে থাকে। সকাল ৯ঃ৩০মি. এবং রাত ৮ঃ৩০মি. এর সময়। শিক্ষার্থীরা তাদের সুবিধা অনুযায়ী ক্লাসে আসতে পারবে, এতে কোন বাধা ধরা নেই।
যদি কেও চায় তাহলে দিনের দুটি ক্লাসই করতে পারবে, তবে Instructor এর নির্দেশ অনুযায়ী। IELTS Course এর শিক্ষার্থীরা Instructor এ নির্দেশনা অনুযায়ী Spoken English Class এ Practice এর জন্য কিছু সময় অংশ গ্রহন করতে পারবে।
বর্তমান শিক্ষার্থীরা Spoken English Course এবং IELTS Course এ একসাথে ভর্তি হয়ে, নিজেদেরকে শুধু IELTS এ জন্য নয়, বরং একজন ভালো মানের English Speaker হিসেবে যোগ্য করে তুলছে।
আমাদের প্রতিষ্ঠানে IELTS Course এর ক্লাস সংখ্যা অনির্দিষ্ট। একজন শিক্ষার্থী যত দিন না কাঙ্ক্ষিত Band Score পাওয়ার জন্য নিজেকে যোগ্য করে তুলছে, তত দিন পর্যন্ত আমরা শিক্ষার্থীদের ক্লাস করিয়ে যোগ্য করে গড়ে তুলি।
The Message Institute এ IELTS Course টি করার জন্য বিশেষ কোন যোগ্যতার প্রয়োজন নেই। সাধারনত শিক্ষার্থীরা HSC আগে-পরে ভর্তি হয়ে থাকে।
তবে কিছু ক্ষেত্রে দেখা যায়, লম্বা সময় ধরে IELTS Preparation নেয়ার জন্য অনেকে SSC এর পরই, নিজেকে IELTS এর সাথে সম্পৃক্ত করে। আর যারা IELTS Course Job এ জন্য করে থাকেন, তারা কোন প্রকার বাধা ছাড়া যেকোন সময় আমাদের IELTS Course এ অংশগ্রহন করতে পারবেন।
The Message Institute, IELTS Course এ Speaking, Reading, Listening and Writing এর উপর Course পরিচালনা করে। অর্থাৎ, IELTS এর মূল পরীক্ষার জন্য আপনাকে যে ৪টি বিষয়ের উপর পারদর্শী হতে হবে, তার সব গুলোই শিখানো হয়। এছাড়া প্রয়োজনীয় Vocabulary, Structure এবং Grammar এর ব্যবহারও শিখানো হয়।
সাধারনত আমাদের শিক্ষার্থীরা IELTS Course এর সাথে Spoken English Course এ ভর্তি হয়ে Speaking Practice করার মাধ্যমে, নিজেদের IELTS Speaking এর জন্য আরো উন্নত করার চেষ্টা করে।
IELTS Course এর শিক্ষার্থীরা, Spoken English Class এ Cue Card, Presentation, Conversation ইত্যাদি Practice করে থাকে। ফলে IELTS এ একটি ভালো Band Score এর সাথে সাথে নিজেদেরকে একজন ভালো Speaker হিসেবেও যোগ্য করে তোলে।
যা কিনা পরবর্তীতে দেশের বাইরে কোন University তে ভর্তি বা Migration হলেও কাজে লাগে।
IELTS Listening Part এ একজন শিক্ষার্থী কিভাবে সঠিক পদ্ধতিতে মনোযোগ সহ শুনবে, বুঝবে এবং উত্তর লিখবে, এই সকল বিষয়ে দিক নির্দেশনা পেয়ে থাকে। এই ক্ষেত্রে কিছু শিক্ষার্থী Listening আয়ত্ত করতে সময় বেশি নেয়, আবার কেও অতি সহজেই আয়ত্ত করে ফেলে।
সেই ক্ষেত্রে, IELTS Course এর দুর্বল শিক্ষার্থীদেরকে বার বার সঠিক পদ্ধতিতে Practice করানোর মাধ্যমে, The Message Institute Listening এ যে কোন শিক্ষার্থীকে পারদর্শী করে তুলে। IELTS Listening এর জন্য প্রয়োজনীয় সকল বই এবং Instrument The Message Institute প্রদান করে থাকে।
IELTS Reading Test এ ভিন্ন ভিন্ন Passage থাকে, যার ভিত্তিতে পরীক্ষার্থীদের True-False, Fill in the Gaps, Headings এর মত বিভিন্ন টাস্ক সম্পূর্ণ করতে হয়।
নির্দিষ্ট সময়ের মধ্যে কিভাবে Task গুলো খুব সহজে Complete করবেন এবং একটি ভালো Band Score অর্জন করতে পারবেন, তার জন্য সম্পূর্ণ দিক নির্দেশনা আমাদের IELTS Course শিক্ষার্থীরা পেয়ে থাকে। এর সাথে নতুন নতুন প্রয়োজনীয় Vocabulary ও আপনি IELTS Reading Class এ শিখতে পারবেন।
IELTS Course এ আমাদের শিক্ষার্থীরাদের Writing Task -1 এবং Writing Task -2 উভয়টি শিখানো হয়। IELTS Writing এ ভালো Band Score এর জন্য, একটি ভালো Writing Structure, সঠিক Word এর ব্যবহার, নির্ভুল Grammar, ভাষার মাধুর্য, প্রয়োজন অনুযায়ী Information প্রদান, এই সব কিছুরই প্রয়োজন হয়।
তাই আমরা এমন পদ্ধতিতে Writing শিখিয়ে থাকি, যাতে শিক্ষার্থীরা তাদের লেখার মধ্যে সকল প্রয়োজনীয় বিষয় খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলতে পারে। ফলে আমাদের শিক্ষার্থীরা অন্যদের থেকে কিছুটা হলেও এগিয়ে থাকে।
আমাদের IELTS Course আপনাকে শুধুমাত্র ইংরেজি শেখাবে না বরং কীভাবে ভাষার সর্বাধিক ব্যবহার করে IELTS এ সফল হতে হয় তা শিখাতেও সাহায্য করবে।
Practice শুরু করার জন্য আমরা IELTS Course এ শিক্ষার্থীদের IELTS এর প্রথম প্রয়োজনীয় ধাপের ৩টি বই দেওয়া হয়। এছাড়া প্রয়োজন অনুসারে Instructor এর নির্দেশ অনুযায়ী অন্যান্য Practice Book গুলো শিক্ষার্থীরা ব্যবহার করতে পারে।
Cambridge Book Series এর সবগুলো বই শিক্ষার্থীরাদের জন্য আমাদের কাছে Available. এছাড়া Writing, Reading, এবং Speaking এর উপর অনেক বই আছে, যা সবসময় আমাদের IELTS Course এর শিক্ষার্থীরা প্রয়োজনে ব্যবহার করে তাদের Preparation কে আরো STRONG করে।
Skill হিসেবে আপনি IELTS Course করার মাধ্যমে English এ পারদর্শী হয়ে উঠবেন। ফলে দেশের বাইরে গিয়ে পড়াশুনা অথবা চাকরি করার জন্য, আপনি একটি ভালো Band Score অর্জন করতে পারবেন। এছাড়া দেশের যেসকল Job এর জন্য IELTS এর প্রয়োজন হয়, সেখানে IELTS কে Skill হিসেবে ব্যবহার করতে পারবেন।
সঠিক Grammar এর ব্যবহার IELTS এ প্রতিটি শিক্ষার্থীর জন্য আবশ্যকীয়। Grammar এ ভুলের ফলে অনেক শিক্ষার্থী IELTS এর একটি ভালো Band Score অর্জন করতে পারে না, বিশেষ করে Writing Part এ।
তাই IELTS এ অংশ গ্রহনকারী প্রতিটি শিক্ষার্থীকে Speaking এবং Writing এর সময় বিশেষ ভাবে Grammar এর উপর দিক নির্দেশনা প্রদান করা হয়।
অনেকে Grammar না জানার ফলে চিন্তিত থাকে, আমাদের IELTS Coaching Center এ এমন অনেক শিক্ষার্থী আসে যারা কিনা Grammar বা English ঠিক মত জানে না, কিন্তু সঠিক দিক নির্দেশনা এবং ক্লাস করার মাধ্যমে তারাও অতি দ্রুত ইংরেজী বলা ও লেখা শিখে ফেলে। তাই আমাদের IELTS Course করার সময় আপনাকে Grammar নিয়ে চিন্তিত হতে হবে না।
যেকোনো ভাষায় দক্ষতা অর্জনের জন্য গুরুত্ব পূর্ণ ভুমিকা পালন করে Vocabulary. English এর ক্ষেত্রেও ব্যতিক্রম নয়। যার English Vocabulary যত বেশি উন্নত সে English এ তত বেশি দক্ষ। পর্যাপ্ত Word না জানার ফলে, অনেকে ইংরেজীতে কথা বলতে বা লিখতে পারে না।
তবে The Message Institute এর শিক্ষার্থীরা এই সমস্যায় পড়ে না বললেই চলে। কারণ, যারা প্রতি নিয়ত Spoken English Course and IELTS Course এর ক্লাসে অংশ গ্রহন করে তারা প্রতিদিনই কিছু না কিছু নতুন শব্দ শিখে, ফলে তাদের মধ্যে Vocabulary এর ঘাটতি খুব কমই দেখা যায়।
এছাড়া The Message of English Book সহ আরো অনেক IELTS Vocabulary বই রয়েছে, যা থেকে আমাদের শিক্ষার্থীরা প্রায়ই নতুন নতুন শব্দের ব্যবহার শিখে।
IELTS বা International English Language Testing System এ দুই ধরনের Exam হয়ে থাকে। একটি হচ্ছে IELTS Academic এবং অন্যটি IELTS General Training বা IELTS GT.
দুটি Exam ই প্রায় এক, Reading ও Writing এর ক্ষেত্রে কিছু ব্যতিক্রম দেখা যায়। যারা দেশের বাইরে গিয়ে পড়া-শুনা করতে চায় তাদের জন্য IELTS Academic. আর যারা দেশে অথবা দেশের বাইরে Job এর জন্য IELTS করতে চায়, তাদের জন্য IELTS General Training.
এই ভিত্তিতে Course ও দুই ধরনের হয়, IELTS Academic Course and IELTS General Training Course বা IELTS GT Course.
The Message Institute, IELTS Academic Course and IELTS General Training Course, দুটি কোর্সই করায়। কোর্সে ভর্তি হতে আগ্রহী, তার চাহিদা মতাবেক কোর্সে ভর্তি হতে পারবে। এই ক্ষেত্রে টাকার পরিমানে বা কোর্সের সময় সীমাতে কোন ধরেনের পরিবর্তন আসবে না। সব কিছু একই থাকবে শুধু কোর্সের নামটি ব্যতিক্রম হবে।
দেশের বাইরে পড়া-শুনা করার জন্য অন্যতম শর্ত হলো IELTS. পড়া-শুনার লক্ষে যারা IELTS Exam দিয়ে থাকে, তারা মুলত IELTS Academic Exam দিয়ে থাকে।
IELTS General Training or IELTS GT শুধু মাত্র তাদের জন্য, যারা কিনা দেশের ভিতর বা বাইরে চাকরির উদ্দেশ্যে IELTS Course করতে চায়। অনেক ক্ষেত্রে চাকরির জন্য IELTS Required থাকে। তখন শিক্ষার্থীরা সেই Requirement পূর্ণ করার জন্য এই কোর্সটি করে থাকে।
Reading and Writing ছাড়া এদের মধ্যে তেমন কোন ব্যতিক্রম নেই। তবে যেহেতু চাকরির ক্ষেত্রে Academic গ্রহন যোগ্য নয় এবং কিছু পড়াশুনার ক্ষেত্রে General Training গ্রহন যোগ্য নয়। আমাদের IELTS Coaching Center দুই ধরনের IELTS Course ই করিয়ে থাকে, তাই ভর্তি আগ্রহিদের নিজেদের প্রয়োজন অনুযায়ী কোর্সে ভর্তি হতে পারবে এবং সেই অনুযায়ী পরীক্ষায় অংশগ্রহন করতে পারবে।
Band Score হচ্ছে IELTS এর Marking System. একজন শিক্ষার্থী সর্বনিম্ন 0 এবং সর্বোচ্চ 9 Band Score পর্যন্ত পেয়ে থাকে। সাধারণত বেশির ভাগ বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান গুলো সর্বনিম্ন 6 IELTS Band Score পর্যন্ত Accept করে থাকে। তাই The Message Institute -এ আমরা প্রতিটি শিক্ষার্থীকে এমন ভাবে প্রস্তুত করি যাতে তারা অতি সহজে 7+ Band Score তুলতে পারে।
কোন একটি ভাষা সম্পূর্ণ শেখার জন্য শুধু মাত্র বলতে পারা যথেষ্ট নয়। Grammar ঠিক রেখে লিখতে পারা, শুনলে বুঝতে পারা, ও সুন্দর করে পড়তে পারা, এই সকল বিষয়ের প্রয়োজন হয় পূর্ণ ভাষা শেখার জন্য। আর এই সব গুলো বিষয়ের পূর্ণ training রয়েছে IELTS এ।
একজন শিক্ষার্থী যখন IELTS Course এ অংশগ্রহণ করে তখন ইংরেজীতে Writing, Speaking, Listening and Reading এই সব গুলো বিষয়ে Training করে থাকে। ফলে সে ইংরেজী ভাষা সম্পূর্ণ রুপে শিখে। এতএব, IELTS শুধু যে Band Score এ জন্য শেখা তা হয় বরং ইংরেজীকে পরিপূর্ণ রুপে শেখাই হলো IELTS. Benefit হিসেবে IELTS এ শিক্ষার্থীরা দেশের বাইরে পড়াশোনা বা জব যে কারণেই যাক না কেন তারা ভাষার দিক থেকে পিছেয়ে থাকে না বরং এক ধাপ এগিয়ে থাকে।
The Message Institute সব সময় শিক্ষার্থীদের পরিপূর্ণ রুপে ইংরেজী শেখার জন্য উৎসহ দিয়ে থাকে, যাতে করে তারা দেশে এবং দেশের বাইরে সব স্থানে ইংরেজীর পূর্ণ Advantage নেয়ার মাধ্যমে নিজেদের যোগ্য স্থানে নিয়ে যেতে পারে।
IELTS Course এ আগ্রহী শিক্ষার্থীদের জন্য এই Article টি ইংরেজিতে লেখাই উচিত ছিল । কিন্তু আমাদের দেশের প্রচলিত শিক্ষা ব্যবস্থার কারনে বেশির ভাগ শিক্ষার্থীরাই কোন বিষয়ে ইংরেজি পড়ে কিছুটা ধারনা পেলেও আক্ষরিক অর্থে বাংলার সাথে হুবহু matching করাতে পারেন না ।
তাই সত্যিকার অর্থে The Message এ কিভাবে IELTS শেখানো হয়, তা বোধগম্য করাতেই IELTS Course এর তথ্য গুলো সবার জন্য বাংলায় লেখা হয়েছে। অনেক ভালো ইংরেজি জেনেও, অনেকেই যেমন IELTS এ ভালো স্কোর নাও করতে পারেন, তেমনি ইংরেজিতে কিছুটা দূর্বল হয়েও অনেকের দ্বারা ভালো Band Score করারও কিন্তু সুযোগ রয়েছে।
বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার H.S.C level পর্যন্ত সম্পন্ন করে অনেক শিক্ষার্থী সুন্দর করে যখন ইংরেজি Reading ই পড়তে পারেন না, এই ক্ষেত্রে The Message সে সমস্ত দূর্বল শিক্ষার্থীদের Target করেই একে বারে শুন্য থেকে ধরে ধরে ইংরেজি ভাষা ও English Grammar এর নিয়ম, Accuracy এবং Logic এর সমন্বয় করে দূর্বলতম শিক্ষার্থীদেরও নির্দেশনা দিয়ে যায়।
তাই ধীরে ধীরে একজন দূর্বল শিক্ষার্থীও ইংরেজি জানার নিজস্ব অবস্থান পরিবর্তনের মাধ্যমে স্বল্প সময়ের মধ্যে তার IELTS এর চুড়ান্ত Band Score টি অর্জন করতে সক্ষম হয়। IELTS এর ক্ষেত্রে Speaking, Reading, Listening ও Writing এর প্রতিটি Module এ The Message শুরু থেকেই একজন দূর্বল শিক্ষার্থীকে দিয়ে যেভাবে guide করে ভালো Band Score করাতে সাহায্য করে, সে ক্ষেত্রে একজন Advanced শিক্ষার্থীর কাছে
IELTS এর ভালো Band Score পাওয়ার বিষয়টা “The Message” এ এসে, অনেকটা- এলাম, দেখলাম এবং জয় করলাম এমনই মনে হয়।
IELTS একটি Technique নির্ভর কোর্স। প্রথমত আপনাকে IELTS করতে হলে English Language জানতেই হবে। বাংলাদেশে অনেকেই IELTS Coaching রয়েছে, যাদের অনেকেই IELTS Course টিতে অনেক Unfit শিক্ষার্থীদেরকে অনেকটা যোগ্য ভেবে নিয়েই IELTS শেখানো হয়। কিন্তু IELTS এর ক্ষেত্রে কেন The Message Institute আলাদা?
এই বিষয় গুলো The Message Institute কে, অন্যান্য প্রতিষ্ঠান থেকে শুধু মাত্র ব্যতিক্রম করে না, বরং হাজার হাজার শিক্ষার্থীর সফলতার কারণও। আমাদের IELTS Course করে কাঙ্ক্ষিত Band Score নিয়ে দেশে এবং দেশের বাইরে শিক্ষার্থীরা সফলতার সাথে নিজেদের জীবনকে পরিচালনা করে যাচ্ছে। তাই আমরাও অত্যন্ত গর্বের সাথে বলতে পারি, “We Have One Of The Best IELTS Course in Dhaka.”
আমাদের কাছে এমন অনেক শিক্ষার্থী আসে যারা কিনা IELTS Online Course বা IELTS Online Batch এ ভর্তি হতে চায়। কিন্তু The Message Institute এ IELTS এর কোন Online Course বা Batch নেই।
আমরা বিশ্বাস করি কোন শিক্ষার্থী যদি সত্যিই কোন বিষয় শিখাতে চায় তাহলে তাকে অবশ্যই তার নিজ আগ্রহে পরিশ্রম করতে হবে এবং প্রতিদিন ঠিক সময়ে ক্লাসে উপস্থিত হতে হবে। এর ফলে শিক্ষার্থীদের আগ্রহের এবং পরিশ্রমের বহিঃপ্রকাশ ঘটে। যা Online Course এর মাধ্যমে বুঝা সম্ভব না।
IELTS Online Course এর মাধ্যমে শিক্ষার্থীরা তাত্ত্বিক কিছু জ্ঞান অর্জন করতে পারে কিন্তু Sufficient Practice করা সম্ভব হয় না এবং খুব ভালো প্রস্তুতি নেওয়াও সম্ভব হয় না। ফলে দেখা যায়, শেষ পর্যায়ে শিক্ষার্থীরা Online Batch বাদ দিয়ে আবার Offline Batch এ ভর্তি হয়।
The Message Institute শুধু মাত্র IELTS Course নয়, সকল Course ই offline এ করিয়ে থাকে।
আগেই বলেছি, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার কারণে HSC পাশ করার পরেও শিক্ষার্থীরা ইংরেজীতে ঠিক মত পড়তেও পারে না। ফলে Banglay IELTS Course করানো ছাড়া কোন উপায় থাকে না। দেশের প্রায় অধিকাংশ English Coaching গুলো Banglay IELTS Course Offer করে থাকে।
আমাদের ক্ষেত্রেও ব্যতিক্রম নয়। আমারাও Banglay IELTS Course করিয়ে থাকি। তবে অন্যদের থেকে আমরা একটু ব্যতিক্রম, আমাদের শিক্ষার্থীরা যদিও Banglay IELTS শুরু করে কিন্তু IELTS Course এর শেষে শতকরা ১০০% শিক্ষার্থীই ইংরেজীতে পারদর্শী হয়ে উঠে।
The Message Institute, IELTS Course এ শিক্ষার্থীদের পূর্ণ প্রস্তুতির জন্য সকল ধরনের IELTS Book and Resource দিয়ে থাকে। বিশেষ করে আমাদের কোর্সটি করার জন্য কোন শিক্ষার্থীকে বাইরে থেকে কোন প্রকার বই অথবা রিসোর্স সংগ্রহ করতে হয় না।
যেহেতু আমাদের কোর্সটি অফলাইন বা সরাসরি করানো হয় তাই আপনাকে ভর্তি সংক্রান্ত সকল কার্যক্রম আমাদের প্রতিষ্ঠানে এসে করতে হবে। তবে আসার আগে অবশ্যই একবার ভর্তির জন্য রেজিস্ট্রেশন ফর্মটি পূরণ করবেন।
BSc, MSc, Geography and Environment, D.U. L.L.B Dhaka City Law College. IELTS: 7.5
The Message Institute এ Spoken ও Written কোর্সে আপনাকে বাসায় পড়তে হবে না। এক কথায় বাসায় কোন Home Work নেই। Spoken ও Written কোর্সের জন্য The Message Institute থেকে আপনাকে Spoken ও Written এর উপর একটি মাত্র বই দেয়া হয়। Spoken ও Written এর জন্য আপনাকে ক্লাসেই Chorus এর মাধ্যমে শেখানো হয়।
হ্যাঁ, আপনার বাসা খুব বেশি দূরে হলে সমস্যা। কিন্তু যেহেতু The Message Institute সপ্তাহে ৬ দিন, দিনে ৫টি Spoken ও Written এবং ২টি IELTS Batch পরিচালনা করছে। তাই English কে সত্যিকার ভাবে জানার স্বার্থে আপনাকে এই সময়ের মধ্যে ক্লাসে উপস্থিত থাকতেই হবে।
বাংলা ভাষাভাষী শিক্ষিত সমাজের লোকদের মাঝে এটি পরিষ্কার যে -বিশ্ববিদ্যালয়ের উচ্চতর ডিগ্রী থাকা সত্ত্বেও – অনেকেই আমরা মাতৃভাষার মতো করে English ভাষা বলতে বা লিখেত পারি না।
এক কথায় ৬ মাসে কোর্স শেষ না হলে আপনি পুনরায় কোন বাড়তি টাকা প্রদান না করেই The Message -এ নতুন করে আবারো কোর্স শুরু করতে পারবেন।
বিভিন্ন পেশাজীবী, বিশেষ করে চাকরিজীবী বা ব্যবসায়ীরা যাদের পেশাগত কারণে অথবা ইংরেজি শেখার স্বপ্ন পূরণে The Message সব সময় পাশে রয়েছে।
The Message Institute -এর Spoken English Course টি এমন ভাবে সাজানো হয়েছে যাতে করে সকল বয়সের শিক্ষার্থীরা একটি কোর্সের মাধ্যমে English Speaking -এ দক্ষতা অর্জন করতে পারে। আমাদের কোর্সটির জন্য বয়স কোনো বাধা না বরং ইচ্ছা শক্তিই হচ্ছে মূল।