fbpx

English Phonetics Course with Full Guidelines

i

এই কোর্সটি শুধু মাত্র অফলাইনে করানো হয়।

কোর্সের মূল্য
৳6500

কোর্সের সময়
৬ মাস

ক্লাসের সময়
সপ্তাহে ৩টি ক্লাস 
দুপুর ১২ঃ৩০ মি.

মোট ক্লাস সংখ্যা
১০০+

মোট টাস্ক সংখ্যা
৫০+

কোর্সটি করেছে
৫০০০+ শিক্ষার্থী

English Phonetics Course Fee:

আমাদের English Phonetics Course এর Course Fee: 6500 টাকা। যা ভর্তির সময়ে একত্রে প্রদান করতে হয়।

Course Duration:

English Phonetics Course যদিও ৬ মাস নির্দিষ্ট করে দেওয়া আছে, তবে এই সময়টি সম্পূর্ণরূপে নির্দিষ্ট নয়। কারণ, আমরা একজন শিক্ষার্থী শিখতে কত সময় নিবে, তা নির্দিষ্ট করে বলতে পারি না। কিছু শিক্ষার্থী ৬ মাসের মধ্যে শিখে ফেলে, আবার কিছু শিক্ষার্থী তার থেকে বেশী সময় নেয়। 

The Message Institute সকল শিক্ষার্থীকে তত দিন পর্যন্ত সুযোগ দিয়ে থাকে, যত দিন না তারা English Phonetics আয়ত্ত করে ফেলছে। সাধারণত আমাদের কোনো শিক্ষার্থী কোন কোর্সে অংশ গ্রহণ করে থাকলে, দীর্ঘ ৬ মাস প্রায় সব শ্রেণীর শিক্ষার্থীর জন্য যথেষ্ট সময়। 

কিন্তু বাস্তবতার আলোকে কোন Student যদি কোন কারণে প্রত্যাশা অনুযায়ী শিখতে ব্যর্থ হন, তাহলে চলতি ব্যাচ গুলোর সাথে আগের মত করে English Phonetics শেখার জন্য নিজেদেরকে সম্পৃক্ত করতে পারবেন। 

এক কথায় ৬ মাসে কোর্স শেষ না হলে, আপনি পুনরায় কোন বাড়তি টাকা প্রদান না করেই English Phonetics Course এর Class করতে পারবেন।

Course Practice and Task:

Course Instructor প্রতিদিন ক্লাসে বিভিন্ন পদ্ধতিতে শিক্ষার্থীদের Phonetics Practice করায় এবং লিখিত ও মৌখিক Task নিয়ে থাকে। Task Complete করার মাধ্যমে Instructor এর পক্ষ থেকে শিক্ষার্থীরা নিজেদের বর্তমান অবস্থা জানতে পারে এবং ভবিষ্যতে নিজেদের Phonetics কে আরো উন্নত করার জন্য সকল প্রকার দিক নির্দেশনা পেয়ে থাকে।

Class Time:

The Message Institute English Coaching এ, Phonetics Class সপ্তাহে ৩দিন হয়ে থাকে এবং ক্লাসের সময় দুপুর ১২ঃ৩০মি.। English Phonetics এর শিক্ষার্থীদের জন্য নির্দিষ্ট কোন ক্লাস সংখ্যা নেই। English Phonetics এ পূর্ণ দক্ষতা অর্জন না হওয়া পর্যন্ত, প্রতিটি শিক্ষার্থীকে ক্লাসে অংশগ্রহন করতে হয়।

Who can do the course (যারা কোর্সটি করতে পারবেন):

English Phonetics এর এই কোর্সটি করতে হলে, শিক্ষার্থীর অবশ্যই ইংরেজীতে কথা বলার সামর্থ্য থাকতে হবে। অন্যথায় শিক্ষার্থীকে আগে Spoken English Couse করে ইংরেজীতে কথা বলার পূর্ণ সামর্থ্য অর্জন করতে হবে। তারপর সে English Phonetics এর কোর্সটি করতে পারবে। 

অনেকেই English Spoken এর সামর্থ্য না থাকার পরেও, Phonetics Course এর প্রতি আগ্রহী হন, যা কোন ভাবেই একজন শিক্ষার্থীকে Phonetics শেখার জন্য যোগ্য করে তোলে না। এক্ষেত্রে English Spoken না জানা শিক্ষার্থীদেরকে, The Message Institute, English Phonetics Course না করার জন্য পরামর্শ দেয়। 

তাই আমরা, English Phonetics Course করার আগে ভাষা শেখার জন্য শিক্ষার্থীদেরকে Spoken English Course করতে উৎসাহিত করি।

Things you will learn in this course (এই কোর্সে আপনি যা শিখবেন):

যেকোনো শিক্ষার্থীর English Phonetics কোর্স করার পিছনে মূল Motive থাকে, যাতে সে Native English Speaker দের মত করে কথা বলতে পারে। তাই এই কোর্সের প্রতিটি শিক্ষার্থী যাতে Native Speaker দের মত করে কথা বলতে পারে, সেটি শেখানোই The Message Institute এর মূল লক্ষ্য। তার জন্য English Pronunciation এবং IPA এর Rules অনুযায়ী Phonetics এর সব বিষয় শেখানো হয়।

Phonetics Alphabet:

আমাদের শিক্ষার্থীদের IPA এর Rules মেনে Phonetics Alphabet শেখানো হয়। যার মাধ্যমে প্রতিটি শিক্ষার্থী নিজেই Phonetics Symbol ব্যবহার করে Native দের মতো Spontaneously English স্বাচ্ছন্দে বলতে ও লিখতে পারার সামর্থ্য অর্জন করে।

Communication Skill:

আমাদের English Phonetics Course টি আপনার Communication Skill কে আরো বৃদ্ধি করবে। এই কোর্সের মাধ্যমে, আপনি একজন Native Speaker এর মতো করে কথা বলতে পারবেন, যা আপনাকে দেশের ভিতরে এবং দেশের বাইরের মানুষের সঙ্গে, স্বাচ্ছন্দ্যে ও আত্মবিশ্বাসের সাথে কথা বলতে সাহায্য করবে।

কোর্স নিয়ে কিছু কথা:

Phonetics জানার ক্ষেত্রে আমাদের দেশের English Spoken না জানা শিক্ষার্থীদের মধ্যে একটি ভ্রান্ত ধারণা রয়েছে। বিষয়টি একটু ব্যাখ্যা করে বোঝালে সবাই উপকৃত হবো। যেমন বাংলাদেশের সব জেলার মানুষই আমরা বাংলা ভাষায় কথা বলি। 

বাংলা ভাষায় কথা বলতে পারি বলেই, যে কেউই আমরা দাবি করে বলতে পারি না যে “আমি চাইলেই রেডিও কিংবা টেলিভিশনে বাংলায় News Presenter হতে পারবো”। কারণ প্রশিক্ষণ বাদেই অন্তত বিশুদ্ধ বা প্রমিত বাংলা বলার চর্চা বা সামর্থ্য না থাকলে, তা কখনই সম্ভব না। লক্ষ করুন, বিশুদ্ধ বাংলা বলার আগেই কিন্তু বাংলা ভাষা বলতে পারার সামর্থ্য থাকতে হবে। 

তাই Spoken English না জেনেই কেউ যদি Phonetics জানতে চায়, সেক্ষেত্রে আমাদের মতো English যাদের Second Language, তারা British বা American দের Spoken English এর Phonetics Tune বুঝতে পারলেও, নিজেদের দ্বারা Native Tune Generate করে Conversation চালিয়ে যাওয়া প্রায় অসম্ভব। The Message Institute, Phonetics জানতে চাওয়া শিক্ষার্থীদের Native দের মতো করে IPA Rules প্রয়োগের মাধ্যমে, Phonetics Teaching চালিয়ে যাচ্ছে। 

তাই Spoken English জানা সব শিক্ষার্থীরাই, Phonetics Learning শেষে অনেকেই নিজেদের News Presenter হিসেবে গড়ে নিতে না পারলেও Native দের মতো করে Spoken English বলার তৃপ্তি নিতে পারছে।

কেন আমাদের Spoken English Course -টি করবেন:

English Spoken শেখার পর, প্রায় সব শিক্ষার্থীদের মধ্যেই English Language কে Native দের মতো করে Present করার একটি প্রত্যাশা থাকে। The Message Institute, Phonetics এর শিক্ষার্থীদের কিভাবে বাড়তি সুবিধা দেয়?

  1. Phonetics এর IPA Rules অনুযায়ী সব গুলো Alphabet শিখিয়ে একটি একটি করে Perfect Sound Produce করা শেখানো হয়।
  2. Phonetics এর সব Rules গুলোকে প্রয়োজনানুযায়ী ধাপে ধাপে শেখানো হয়।
  3. Audio-Visual ও Tongue Twister এর মাধ্যমে প্রত্যেক শিক্ষার্থী তার সামর্থ্য অনুযায়ী সময় নিয়ে Sound Produce করার সময় পায়।
  4. প্রত্যেক শিক্ষার্থী নিজেই নিজের সাথে প্রতিযোগিতা করে নিজেদের এগিয়ে নিতে থাকে।
  5. IPA Symbol এ Reading পড়া ও Free Hand Writing শিখে।
  6. B.B.C, Al-Jazeera বা CNN এর মতো International English News Channel গুলোকে উপভোগ করতে শিখে।
  7. প্রতিটি শিক্ষার্থী এক সময় সত্যিকার অর্থে English Language এর ক্ষেত্রে, English জানা Smart বলে নিজেকে ভাবতে শিখে।

এই সকল বিষয় গুলোর জন্য, The Message Institute শিক্ষার্থীরা শতভাগ সফল। তাই আমরাও বলতে পারি, আমাদের কোর্সটি One of the Best English Phonetics Course in Dhaka.

যেভাবে আমাদের কোর্সে ভর্তি হবেন

যেহেতু আমাদের কোর্সটি অফলাইন বা সরাসরি করানো হয় তাই আপনাকে ভর্তি সংক্রান্ত সকল কার্যক্রম আমাদের প্রতিষ্ঠানে এসে করতে হবে। তবে আসার আগে অবশ্যই একবার ভর্তির জন্য রেজিস্ট্রেশন ফর্মটি পূরণ করবেন। 

কোর্স ইন্সট্রাক্টর

Picture of the Founder of The Message Institute

Sarwar Morshed Bidyut

BSc, MSc, Geography and Environment, D.U.
L.L.B Dhaka City Law College.
IELTS: 7.5

কোর্সের মূল্য: ৳6500

কোর্সে যা যা পাবেন

  • সপ্তাহে ৩ দিন ক্লাস
  • ৬ মাসে ১০০ এর অধিক ক্লাস
  • ৫০টির বেশী টাস্ক
  • Flexible Class Time
  • প্রয়োজনীয় বই
  • প্র্যাকটিস সেশন
  • এছাড়া আরো অনেক সুযোগ-সুবিধা

আমাদের অন্যান্য কোর্স সমুহ

শিক্ষার্থীদের মতামত

rodoshi sultanarodoshi sultana
09:23 04 Sep 22
After coming in the The Message I have really been happy and benefited, so I will suggest every one to come here to learn English.
Sameya KhatunSameya Khatun
12:52 06 Aug 22
As I was very weak in English, but after attending the in The Message English Learning Institute I have really been happy with English. I hope every body should come here to make him/her perfect.
baby sarowarbaby sarowar
17:26 27 Jul 22
I can highly recommend that The Message Spoken Institute will be the best English learning point for all ages and classes of learners.
Md. Abdur Rahman RahatMd. Abdur Rahman Rahat
15:27 27 Jul 22
I completed my IELTS course here and I got overall 6 point in IELTS exam in just few months of practices. Thanks to my mentor Biddut sir, who helped me a lot. I think this is the best English learning center in Azimpur.
Ks RonyKs Rony
17:27 24 Sep 21
Excellent shop
js_loader

FAQ: Frequently Asked Questions by Visitors

আপনাদের কোর্স গুলো করলে কি কি সুবিধা পাবো?

The Message Institute এ Spoken ও Written কোর্সে আপনাকে বাসায় পড়তে হবে না। এক কথায় বাসায় কোন Home Work নেই। Spoken ও Written কোর্সের জন্য The Message Institute থেকে আপনাকে Spoken ও Written এর উপর একটি মাত্র বই দেয়া হয়। Spoken ও Written এর জন্য আপনাকে ক্লাসেই Chorus এর মাধ্যমে শেখানো হয়।

বাসা দূরে হলে কি করবো?

হ্যাঁ, আপনার বাসা খুব বেশি দূরে হলে সমস্যা। কিন্তু যেহেতু The Message Institute সপ্তাহে ৬ দিন, দিনে ৫টি Spoken ও Written এবং ২টি IELTS Batch পরিচালনা করছে। তাই English কে সত্যিকার ভাবে জানার স্বার্থে আপনাকে এই সময়ের মধ্যে ক্লাসে উপস্থিত থাকতেই হবে।

আমি কি ইংরেজি শিখতে পারবো?

বাংলা ভাষাভাষী শিক্ষিত সমাজের লোকদের মাঝে এটি পরিষ্কার যে -বিশ্ববিদ্যালয়ের উচ্চতর ডিগ্রী থাকা সত্ত্বেও – অনেকেই আমরা মাতৃভাষার মতো করে English ভাষা বলতে বা লিখেত পারি না।

 

৬ মাসে যদি কোর্স শেষ না হয় তাহলে কি হবে?

এক কথায় ৬ মাসে কোর্স শেষ না হলে আপনি পুনরায় কোন বাড়তি টাকা প্রদান না করেই The Message -এ নতুন করে আবারো কোর্স শুরু করতে পারবেন।

চাকরিজীবীদের কি কোন সুবিধা আছে?

বিভিন্ন পেশাজীবী, বিশেষ করে চাকরিজীবী বা ব্যবসায়ীরা যাদের পেশাগত কারণে অথবা ইংরেজি শেখার স্বপ্ন পূরণে The Message সব সময় পাশে রয়েছে।

কারা আমাদের কোর্স গুলো করতে পারবেন?

The Message Institute -এর Spoken English Course টি এমন ভাবে সাজানো হয়েছে যাতে করে সকল বয়সের শিক্ষার্থীরা একটি কোর্সের মাধ্যমে English Speaking -এ দক্ষতা অর্জন করতে পারে। আমাদের কোর্সটির জন্য বয়স কোনো বাধা না বরং ইচ্ছা শক্তিই হচ্ছে মূল।