fbpx

৬ মাসের কোর্স কি আরো কম সময়ে করা যাবে?

হ্যাঁ, ৬ মাসের কোর্স আরো কম সময়েও করা যাবে। এক্ষেত্রে একজন শিক্ষার্থীকে অবশ্যই নিয়মিত হতে হবে।

The Message যেহেতু সপ্তাহে ৬ দিনই Spoken ও Witten Batch দিনে মোট ৫টি এবং IELTS Batch ৬ দিনই, দিনে ২টি করে ক্লাস পরিচালনা করে থাকে সেহেতু একজন শিক্ষার্থীকে একই দিনে যে কোন ব্যাচে দিনে একাধিক ক্লাসে অংশ গ্রহনের সুযোগ প্রদান করে থাকে। তাই যে সব শিক্ষার্থীদের ইংরেজি শেখার আগ্রহ থাকলেও হাতে একেবারেই সময় কম থাকে, তারা চাইলে দিনে একাধিক ক্লাসে নিজেদের উপস্থিতি নিশ্চিত করে দ্রুততার সাথে English Spoken ও Written ও IELTS এর মতো কঠিন বিষয়কেও সহজে আয়ত্ত করে নিতে পারেন।

তবে প্রতিটি শিক্ষার্থীকে একটি বিষয় অবশ্যই মনে রাখতে হবে যে, অনিয়মিত হওয়া অর্থই হলো আপনার English শিখতে সময় বেশি প্রয়োজন হওয়া। তাই প্রতিটি শিক্ষাথী যখন ক্লাসে নিয়মিত হয়ে চর্চা করতে থাকেন, সহজেই তারা English বুঝার পাশাপাশি English বলতে ও লিখতে পারার সামর্থ অর্জন করেন এবং IELTS এর পরীক্ষায় অংশ গ্রহণ করে কাঙ্খিত Band Score পেতে সক্ষম হন।

এখানে বলে রাখা ভালো – একজন শিক্ষার্থীর প্রত্যাশা যাই থাকুক – The Message সমান ভাবে নিষ্ঠার সাথে প্রতিটি শিক্ষার্থীকে সহযোগিতা করে থাকে। কিন্তু শিক্ষার্থীর উপস্থিতি ও মননশীলতা এখানে ইংরেজি শেখার সময়ের স্কেল নির্ধারণ করে থাকে।