fbpx

আমি ইংরেজি শিখতে চাই – আমি কি ইংরেজি শিখতে পারবো?

বাংলা ভাষাভাষী শিক্ষিত সমাজের লোকদের মাঝে এটি পরিষ্কার যে -বিশ্ববিদ্যালয়ের উচ্চতর ডিগ্রী থাকা সত্ত্বেও – অনেকেই আমরা মাতৃভাষার মতো করে English ভাষা বলতে বা লিখেত পারি না।

শিক্ষিত হওয়া সত্ত্বেও এই English ভাষা মন খুলে বলতে বা হাত খুলে যে কারণে লিখতে পারি না – তার পেছনে রয়েছে আমাদের ঐতিহ্যবাহী শিক্ষা ব্যবস্থার, বিশেষ করে ইংরেজি বিষয়ে শিক্ষা প্রদানের সমন্বয়হীনতা। এক্ষেত্রে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক বা কোন শিক্ষা প্রতিষ্ঠান দায়ী নন।

জন্ম গ্রহণের পর, একটি শিশু যখন তার নিজস্ব মাতৃভাষার alphabet বা অক্ষর না জেনেই তার মায়ের ভাষা বলতে শিখে এবং প্রাতিষ্ঠানিক পড়াশুনা করলে সেই ভাষা লিখতেও শিখে, সেখানে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় অন্তত SSC এবং HSC পর্যন্ত English বাধ্যতামূলক পাঠক্রমিক বিষয় হওয়া সত্ত্বেও, কেন আমরা ইংরেজি ভাষাকে মাতৃভাষার মতো করে বলতে বা লিখতে পারি না – নিশ্চয়ই তা আলোচনা বা বিতর্কের বিষয়।

কিন্তু The Message Institute একজন বাঙালি অর্থাৎ বাংলা ভাষাভাষী মানুষকে খুব সহজেই এদেশের প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী ইংরেজি শিক্ষা ক্রমের বিপরীতে বাংলা ভাষাকে শুধু মাত্র English ভাষাকে বুঝে বলা ও লিখতে পারার কিছু অভিনব শিক্ষণ পদ্ধতির মাধ্যমে, সব বয়সী শিক্ষার্থীদের কাছে প্রত্যাশিত ও জনপ্রিয় করে তুলেছে।

তাই আপনার বয়স ও শিক্ষাগত যোগ্যতার মাপকাঠি যাই হোক না কেন, The Message Institute আপনার সত্যিকার অর্থে English ভাষা বলতে ও লিখতে পারার সামর্থ্য অর্জনে প্রমাণিত প্রতিষ্ঠান।

বিজ্ঞাপনের ভাষা আপনাকে বিভ্রান্ত করতে পারে কিন্তু English শেখার ক্ষেত্রে The Message Institute -এ আপনি নিজেও একজন উদাহরণ হতে পারেন। তাই সত্যিই আপনি The Message Institute-এ English শিখতে পারবেন।