fbpx

কেন আমাদের কোর্স গুলো করবেন?

বাংলাদেশে অনেক দেশি-বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, যেখানে English শেখার জন্য এই কোর্স গুলো করা যায়। প্রশ্ন হলো, আপনি কেন আমাদের কোর্স গুলোই করবেন?   SPOKEN AND WRITTEN ENGLISH এক. Spoken ও Written এই কোর্সটি শেখার জন্য The Message Institute সব শ্রেণী বয়সের শিক্ষার্থী শিশু হিসেবে বিবেচনা করে থাকে। তাই একে বারে শুন্য থেকেশুরু করে প্রতিটি শিক্ষার্থীকে English শেখানোর চেষ্টা করে। দুই. English ভাষা শেখার আগে কোন ভাবেই English Grammar এর Rules শেখানোর চেষ্টা করা হয় না। তিন. ক্লাসে সব শিক্ষার্থীকে Chorus বা এক সাথে সমস্বরে প্রশ্ন ও উত্তর বলানোর Practice করানোর মাধ্যমে English শেখানো হয়। চার. একই পড়া বার বার পড়ানো হয়। English বলা এবং Written শেখানোর জন্য কৌশল গুলো তাই ভুলে যাওয়ার সম্ভাবনাই থাকেনা। পাঁচ. Extempore Speech এর মাধ্যমে ক্লাস Presentation -এ বাধ্যতামূলক অংশ গ্রহণ করে কথা বলার জড়তা দূর করা হয়। ছয়. Written পরীক্ষা গুলো ছোট বাক্য ও Paragraph এর মাধ্যমে Practice করিয়ে ভুল সনাক্ত করা হয়। এর…

English শেখা নিয়ে আমাদের যে ভুল পরিকল্পনা থাকে

S.S.C এবং H.S.C পরীক্ষার আগে আগে, শিক্ষার্থীদের পাশাপাশি বিশেষ করে, আমাদের দেশের অভিভাবকরাও শিক্ষার্থীদের English বিষয়ে ভালো ফলাফলের জন্য উদ্বিগ্ন হয়ে পড়েন। এবং English -এ ভালো Result এর প্রত্যাশায় কোন ক্ষেত্রে Private শিক্ষক নিয়োগ, অধিকাংশ ক্ষেত্রে বিশেষ কোন কোচিং সেন্টারে S.S.C ও H.S.C পরীক্ষার পূর্ব পর্যন্ত শিক্ষার্থীদের English Model Test এ অংশ গ্রহন করানো এবং বাড়তি Take Care নেয়া শুরু করেন। এর মাধ্যমে S.S.C ও H.S.C পরীক্ষাতে কাঙ্ক্ষিত ফলাফলও শিক্ষার্থীরা হয়তোবা পেয়ে যান এবং অভিভাবকরাও English এর Result নিয়ে এক রকম খুশীই থাকেন। কিন্তু একটু গভীরভাবে চিন্তা করুন; আমাদের দেশের লক্ষ্য লক্ষ্য এসব শিক্ষার্থীরা Public পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও, আধুনিক যুগের English Based পড়াশুনা ও প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলতে তারা কতটুকু প্রস্তুত? শুধু মাত্র English ভাষা না জানার কারনে- নাম সর্বস্ব ডিগ্রী নিয়ে তারা অনেকেই শিক্ষিত বোবা বা অন্ধ হয়ে আধুনিক Study ও প্রযুক্তির কাছে আত্মসমর্পণ করছেন। অথচ, S.S.C ও H.S.C পর্যন্ত সার্টিফিকেট অর্জন করতে শুধু English Subject এর…

আমাদের কোর্স গুলো করলে যে যে সুবিধা পাবেন

The Message Institute এ Spoken ও Written কোর্সে আপনাকে বাসায় পড়তে হবে না। এক কথায়, বাসায় কোন Home Work নেই। Spoken ও Written কোর্সের জন্য The Message Institute থেকে আপনাকে Spoken ও Written এর উপর একটি মাত্র বই দেয়া হয়। Spoken ও Written এর জন্য আপনাকে ক্লাসেই Chorus এর মাধ্যমে শেখানো হয়। ক্লাসের নির্ধারিত সময়ে প্রতিটি শিক্ষার্থীকে Dais এ দাঁড়িয়ে Presentation দিতে হয়। দূর্বল শিক্ষাথীদের ক্ষেত্রে প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে তাদের জড়তা কাটানো হয়। নির্ধারিত দিনে শেখানো বিষয়ের উপর লিখত পরীক্ষার আয়োজনের মাধ্যমে প্রতিটি শিক্ষার্থীকে বলা ও লেখায় দক্ষ বানানো হয়। তাছাড়া, ক্লাসে পাশাপাশি প্রত্যেক শিক্ষার্থীকে Face to Face Conversation এ অংশ গ্রহণ করানোর মাধ্যমে তাদের Natural Spoken Tendency গড়ে তোলা হয়। Spoken ও Written এর ক্ষেত্রে Presentation এ বাধাহীন ভাবে বলতে পারার সামর্থ্য অর্জনই কেবল একজন শিক্ষার্থীকে The Message Institute প্রতিষ্ঠিত ও দক্ষ শিক্ষার্থী হিসেবে বিবেচনা করে। অন্যদিকে IELTS এ The Message Institute একজন Week ও Strong উভয় শিক্ষার্থীর মাঝেই…

বাসা দূরে হলে কি করবো?

হ্যাঁ, আপনার বাসা খুব বেশি দূরে হলে সমস্যা। কিন্তু যেহেতু The Message Institute সপ্তাহে ৬ দিন, দিনে ৫টি Spoken ও Written এবং ২টি IELTS Batch পরিচালনা করছে, তাই English কে সত্যিকার ভাবে জানার স্বার্থে আপনাকে এই সময়ের মধ্যে ক্লাসে উপস্থিত থাকতেই হবে। তবে হ্যাঁ – চাইলে আপনি সপ্তাহে ১দিন বা দু-দিন উপস্থিত হয়ে দিনের Spoken এর ৫টি এবং IELTS এর ২টি ব্যাচেও পর পর অংশ গ্রহণ করতে পারেন। না, আপাতত Online ভিত্তিক কোন ক্লাস নেই। The Message একটি কথা খুবই বিশ্বাস করে তাহলো, English একটি Language, তাই এর ব্যাবহারিক অর্থাৎ Physical বা Offline ক্লাসই সেরা। Online এ মানুষ বুঝতে পারলেও এর ব্যবহারিক প্রয়োগ অন্তত Offline এর মতো কখনই হয় না।

আমি ইংরেজি শিখতে চাই – আমি কি ইংরেজি শিখতে পারবো?

বাংলা ভাষাভাষী শিক্ষিত সমাজের লোকদের মাঝে এটি পরিষ্কার যে -বিশ্ববিদ্যালয়ের উচ্চতর ডিগ্রী থাকা সত্ত্বেও – অনেকেই আমরা মাতৃভাষার মতো করে English ভাষা বলতে বা লিখেত পারি না। শিক্ষিত হওয়া সত্ত্বেও এই English ভাষা মন খুলে বলতে বা হাত খুলে যে কারণে লিখতে পারি না – তার পেছনে রয়েছে আমাদের ঐতিহ্যবাহী শিক্ষা ব্যবস্থার, বিশেষ করে ইংরেজি বিষয়ে শিক্ষা প্রদানের সমন্বয়হীনতা। এক্ষেত্রে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক বা কোন শিক্ষা প্রতিষ্ঠান দায়ী নন। জন্ম গ্রহণের পর, একটি শিশু যখন তার নিজস্ব মাতৃভাষার alphabet বা অক্ষর না জেনেই তার মায়ের ভাষা বলতে শিখে এবং প্রাতিষ্ঠানিক পড়াশুনা করলে সেই ভাষা লিখতেও শিখে, সেখানে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় অন্তত SSC এবং HSC পর্যন্ত English বাধ্যতামূলক পাঠক্রমিক বিষয় হওয়া সত্ত্বেও, কেন আমরা ইংরেজি ভাষাকে মাতৃভাষার মতো করে বলতে বা লিখতে পারি না – নিশ্চয়ই তা আলোচনা বা বিতর্কের বিষয়। কিন্তু The Message Institute একজন বাঙালি অর্থাৎ বাংলা ভাষাভাষী মানুষকে খুব সহজেই এদেশের প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী ইংরেজি শিক্ষা ক্রমের বিপরীতে…

৬ মাসে যদি কোর্স শেষ না হয় তাহলে কি হবে?

এক কথায় ৬ মাসে কোর্স শেষ না হলে আপনি পুনরায় কোন বাড়তি টাকা প্রদান না করেই The Message -এ নতুন করে আবারো কোর্স শুরু করতে পারবেন। সাধারণত কোন শিক্ষার্থী The Message -এ এসে কোন কোর্সে অংশ গ্রহণ করে থাকলে, দীর্ঘ ৬ মাস প্রায় সব শ্রেণীর শিক্ষার্থীর জন্য যথেষ্ট সময়। কিন্তু বাস্তবতার আলোকে কোন শিক্ষার্থী যদি কোন কারণে The Message -এ ভর্তি হওয়ার পরে ক্লাস শুরু করে বা ক্লাস শুরু না করেই ৬ মাস সময় অতিবাহিত হয়ে যায় কিংবা প্রত্যাশা অনুযায়ী English Spoken ও Written শিখতে অথবা IELTS এর কাঙ্খিত স্কোর পেতে ব্যর্থ হন – সেক্ষেত্রে প্রতিটি শিক্ষার্থী ভর্তি বাবদ যে টাকা প্রদান করেছেন -সেই টাকা The Message এর কাছে আমানত হিসেবে রাখা আছে বলে বিবেচনা করা হয়। তাই প্রতিটি শিক্ষার্থীই তার প্রত্যাশা পূরণের জন্য The Message এর চলতি ব্যাচ গুলোর সাথে আগের মত করে English শেখার জন্য নিজেদেরকে সম্পৃক্ত করতে পারেন। The Message প্রত্যেকটি শিক্ষার্থীকে মানব সম্পদ মনে করে তাদের…

৬ মাসের কোর্স কি আরো কম সময়ে করা যাবে?

হ্যাঁ, ৬ মাসের কোর্স আরো কম সময়েও করা যাবে। এক্ষেত্রে একজন শিক্ষার্থীকে অবশ্যই নিয়মিত হতে হবে। The Message যেহেতু সপ্তাহে ৬ দিনই Spoken ও Witten Batch দিনে মোট ৫টি এবং IELTS Batch ৬ দিনই, দিনে ২টি করে ক্লাস পরিচালনা করে থাকে সেহেতু একজন শিক্ষার্থীকে একই দিনে যে কোন ব্যাচে দিনে একাধিক ক্লাসে অংশ গ্রহনের সুযোগ প্রদান করে থাকে। তাই যে সব শিক্ষার্থীদের ইংরেজি শেখার আগ্রহ থাকলেও হাতে একেবারেই সময় কম থাকে, তারা চাইলে দিনে একাধিক ক্লাসে নিজেদের উপস্থিতি নিশ্চিত করে দ্রুততার সাথে English Spoken ও Written ও IELTS এর মতো কঠিন বিষয়কেও সহজে আয়ত্ত করে নিতে পারেন। তবে প্রতিটি শিক্ষার্থীকে একটি বিষয় অবশ্যই মনে রাখতে হবে যে, অনিয়মিত হওয়া অর্থই হলো আপনার English শিখতে সময় বেশি প্রয়োজন হওয়া। তাই প্রতিটি শিক্ষাথী যখন ক্লাসে নিয়মিত হয়ে চর্চা করতে থাকেন, সহজেই তারা English বুঝার পাশাপাশি English বলতে ও লিখতে পারার সামর্থ অর্জন করেন এবং IELTS এর পরীক্ষায় অংশ গ্রহণ করে কাঙ্খিত Band…

চাকরিজীবীদের The Message যে ধরণের সুবিধা গুলো দিয়ে থাকে

বিভিন্ন পেশাজীবী, বিশেষ করে চাকরিজীবী বা ব্যবসায়ীরা যাদের পেশাগত কারণে অথবা ইংরেজি শেখার স্বপ্ন পূরণে The Message সব সময় পাশে রয়েছে। এই পেশাজীবীদের পেশাগত কারণে অবশ্যই ব্যস্ত থাকতে হয়। কিন্তু The Message তাদের কর্ম ব্যস্ত জীবনের কথা মাথায় রেখেই সহজেই ইংরেজি শেখার সময়সূচি ও ক্লাস পরিকল্পনা সাজিয়ে রেখেছে। যেহেতু সপ্তাহে ৬ দিনই সকাল ৮.০০ টা এবং সন্ধ্যা ৭.০০ টায় Spoken ও Written Batch এবং IELTS Batch রাত ৮.৩০ মিনিটে রয়েছে, তাই যে কোন পেশাজীবীদের ক্ষেত্রে এই সময় সূচি গুলোতে তাদের উপস্থিতির মাধ্যমে English Spoken ও Written কিংবা IELTS Batch অনুযায়ী নিজেদের ইংরেজির দক্ষতা বাড়ানোর জন্য সময় নির্ধারণ করতে পারেন। তাছাড়া The Message এই সব পেশাজীবীদের কথা ভেবে, সাপ্তাহিক ছুটি প্রতি শুক্রবারেও সকাল ৯ টায় Spoken ও Written Batch এর কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। পাশাপাশি যাদের সাপ্তাহিক ছুটি অন্য দিনে আছে তারাও কিন্তু দিনে Spoken ও Written এর প্রতিদিনের মোট ৫টি ব্যাচ অর্থাৎ সকাল ৮টা, ১১টা কিংবা বিকাল ৩টা, ৫টা এবং…

কারা আমাদের কোর্স গুলো করতে পারবেন?

Spoken English এই কোর্সটির ক্ষেত্রে এখানে একটু ভিন্ন ভাবে ব্যাখ্যা করে বিষয়টি পরিষ্কার করা দরকার। সাধারণত আমরা বাঙ্গালীরা সহ পৃথিবীর যে কোন দেশের, যে কোন ভাষাভাষীর মানুষরা যার যার মাতৃভাষা শেখার ক্ষেত্রে, আমরা কিন্তু অক্ষর চিনে-জেনে-শুনে নিজ নিজ মাতৃভাষা শিখিনি। যেমন -আমরা বাঙালীরা, আমরা অ, আ, বা ক, খ, অক্ষর অথবা বাংলা ভাষার ব্যাকরণের কোন নিয়ম কানুন জেনে-বুঝে কিন্তু বাংলা ভাষায় কথা বলা শিখিনি। ঠিক তেমনি ভাবে পৃথিবীর কোন ভাষাভাষীর মানুষও কিন্তু তাদের নিজ নিজ ভাষার Grammar বা অক্ষর জেনে-বুঝে তাদের ভাষা শিখেন না। The Message Institute -ঠিক এখানটাতেই জোর দেয় অর্থাৎ কোন ভাষার অক্ষর বা Grammar না জেনে যদি মাতৃ ভাষা শেখা সম্ভব হয়, তাহলে আমরা বাঙালিরা ছোট বেলা থেকেই English ভাষাকে পাঠক্রমের অন্তর্ভুক্ত করেও কেন English Language কে আয়ত্ত করতে ব্যর্থ হই? তাই এই বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে English ভাষাকে শেখার অভাবনীয় কিছু কৌশল প্রয়োগ করে The Message Institute কার্যত সকল বয়সী বাংলা ভাষা জানা শিক্ষার্থীদের Spoken এবং…