ঠিকানা
112, 2 No Dayeera Sharif Gate, Azimpur, Dhaka - 1205
ফোন
01718-660604
01618-660604
কোর্সের সংখ্যা
শিক্ষার্থী সংখ্যা
গুগল রিভিউ
সফলতার হার
The Message, বাংলাদেশে বাংলা ভাষাভাষীদের জন্য খুবই সহজে বাংলা ভাষাকে ভিত্তি ধরে ইংরেজি ভাষা শেখানোর একটি অন্যতম প্রতিষ্ঠান । যেখানে প্রায় সব বয়সী শিক্ষার্থীরা নিজেদেরকে একে বারে শূন্য থেকে ইংরেজি ভাষাকে আয়ত্ত করতে শিখে । আমাদের দেশের প্রচলিত শিক্ষা ব্যবস্থায় Primary স্কুল থেকে উচ্চ শিক্ষার Level পর্যন্ত সব গুলো ধাপ সম্পন্ন করার পরেও যেখানে অধিকাংশ মানুষ ইংরেজিতে স্বতঃস্ফূর্তভাবে কথা বলতে এবং হাত খুলে ইংরেজি লিখতে ব্যর্থ হন, সেখানে The Message শুধু মাত্র বাংলা ভাষাভাষী মানুষদের ইংরেজি ভাষাকে নিজের মাতৃ ভাষার মতো করে কথা বলাতে এবং লিখতে পারার সামর্থ অর্জনে মানুষের লালিত স্বপ্নের বাস্তবায়ন করে যাচ্ছে ।
তাই “The Message” আগত শিক্ষার্থীদের কাছে একটি আস্থার নাম, যে নামটি শিক্ষার্থীরা বুকে ধারন করে আত্ম বিশ্বাস নিয়ে দেশে ও বিদেশে সুনামের সাথে ইংরেজি ভাষা জানার দক্ষতাকে কাজে লাগিয়ে নিজেদের কর্ম ক্ষেত্র ও জীবনকে উপভোগ করছে ।
The Message, এক দশকেরও বেশি সময় ধরে ইংরেজি ভাষা শেখানোর ক্ষেত্রে যে প্রকৌশলীক জ্ঞান শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিচ্ছে, তা বর্তমান On Line যুগের বাগাড়ম্বর প্রচারনার প্রতিযোগিতায় অনেকটা নিভৃতেই হাজারো মানুষের কাছে বিশ্বাস ও ভালোবাসা অর্জন করে চলছে।
বর্তমান বিশ্বায়নের যুগে মানুষ যখন হাজারো পেশার সাথে নিজেকে Adjust করাতে গিয়ে এ দেশের প্রচলিত পড়াশুনার দ্বারা অর্জিত ইংরেজি ভাষাকে ব্যবহার করতে পারছেনা, তখন The Message ঠিক শুরু থেকেই এদেশের প্রায় স্বল্প শিক্ষিত মানুষ থেকে উচ্চ শিক্ষিত সব শ্রেণির মানুষের কাছে সহজেই ইংরেজি ভাষাকে জানার ও ইংরেজি ভাষাকে বাস্তব ব্যবহারিক দিকে প্রয়োগের ক্ষেত্রে সার্বজনীন ভুমিকা পালন করে আসছে।
তাই, The Message, নিজের নাম নিয়ে যতোটা না গর্বিত বরং এদেশের হাজারো মানুষের ইংরেজি ভাষা জানার ক্ষেত্রে মানুষের আগ্রহ, কর্ম ক্ষেত্রে ইংরেজি ভাষার বাস্তবায়ন এবং তাদের ইংরেজি জানার মনস্তাত্ত্বিক প্রশান্তির সাথে সমান ভাবে তৃপ্ত।
মানুষের জীবনের লক্ষ্য হলো নিরাপদে ও সম্মান জনক জীবিকার মাধ্যমে উন্নত জীবন যাপন করা। উন্নয়নশীল দেশ হিসেবে আমরা শিক্ষা, বাণিজ্য ও প্রযুক্তির দিক থেকে উন্নত বিশ্ব থেকে অনেক পিছিয়ে আছি। প্রযুক্তি নির্ভর চলমান বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে গেলে উন্নত বিশ্বের সাথে আমাদের শিক্ষা; ব্যবসা -বাণিজ্য ও শিল্পান্নয়নের মাধ্যমে স্মার্ট কর্মসংস্থান তৈরী করতে হলে- সারা পৃথিবীতে প্রভাবশালী English ভাষা জানার কোন বিকল্প নেই।
আমাদের দেশের প্রচলিত শিক্ষা ব্যবস্থা্য় যদিও প্রাথমিক স্তর থেকে উচ্চ শিক্ষার স্তরেও, ইংরেজি ভাষা শেখানোর বাধ্যবাধকতা রয়েছে কিন্তু শিক্ষণ পদ্ধতির দুর্বলতার কারণে আমাদের দেশের বেশির ভাগ শিক্ষার্থী, ইংরেজি ভাষার উপর বিশ্বের সাথে মানান সই ভাবে নেতৃত্ব দিতে পারে না। তাই এদেশের সব শ্রেণীর শিক্ষার্থীদের ইংরেজি ভাষাগত দুর্বলতাকে দূর করে সত্যিকার অর্থে আন্তর্জাতিক অঙ্গনে প্রকৃত মানব সম্পদ তৈরীতে The Message Institute বাংলা ভাষাকে মাধ্যম ধরে, বিশেষ বিশেষ কৌশলে English ভাষাকে আয়ত্ত করার মাধ্যমে এদেশের English ভাষা দখল না থাকা অর্ধশিক্ষিত ও শিক্ষিত মানুষকে প্রকৃত অর্থে মানব সম্পদে রূপান্তরিত করার প্রয়াস চালিয়ে যাচ্ছে।
তাই The Message Institute তার প্রতিষ্ঠার শুরু থেকেই, এদেশের অনেক শিক্ষিত জনবোঝাকে ভাষা প্রযুক্তির দক্ষতা বৃদ্ধির মাধ্যমে দেশে ও বিদেশে অর্থনীতির সকল ক্ষেত্রে অধিকতর অবদান রাখতে সেই জনবোঝাকে মানব সম্পদে পরিণত করার লক্ষে নিরলস পরিশ্রম করছে।
ব্যক্তিগত বা জাতিগত ভাবে আজ আমরা অর্থনৈতিক মুক্তি চাইলে English ভাষাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেই কেবল সেই লক্ষ অর্জন করা সম্ভব। অর্থনৈতিকভাবে উন্নত বিশ্বের মতো নাগরিক হলে English ভাষা জানার প্রশ্ন হয়তো বা আসত না।
তাই এদেশের প্রতিটি মানুষের অর্থনৈতিক মুক্তির জন্যই জীবনে ভালোভাবে প্রতিষ্ঠার সংগ্রামে The Message Institute এদেশের মানুষকে সম্পদে পরিণত করার Mission ও Vision বাস্তবায়ন করার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে।
আমাদের সকল কোর্স অফলাইনে করানো হয়। কোর্স সম্পর্কিত বিস্তারিত জানতে কোর্স পেইজ ভিজিট করুন অথবা সরাসরি প্রতিষ্ঠানে এসে যোগাযোগ করুন
✓ প্রতিদিন ক্লাস ✓ ৬ মাসে ২০০ এর অধিক ক্লাস ✓ ৫০টির বেশী টাস্ক ✓ Flexible Class Time ✓ একটি বই ✓ প্র্যাকটিস সেশন
✓ প্রতিদিন ক্লাস ✓ ৬ মাসে ২০০ এর অধিক ক্লাস ✓ ১০০টির বেশী টাস্ক ✓ Flexible Class Time ✓ IELTS এর প্রয়োজনীয় ৩টি বই ✓ Free Mock Test
✓ সপ্তাহে ৩ দিন ক্লাস ✓ ৬ মাসে ১০০ এর অধিক ক্লাস ✓ ৫০টির বেশী টাস্ক ✓ Flexible Class Time ✓ প্রয়োজনীয় বই ✓ প্র্যাকটিস সেশন
বাংলাদেশে British Council সহ যতগুলো English ভাষা শেখানোর শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, সে সব প্রতিষ্ঠান এদেশের শিক্ষার্থীদের জন্য প্রচলিত English Grammar Based Teaching System অনুসরণ করেই ইংরেজি ভাষা শেখানোর চেষ্টা করে।
কিন্তু The Message, Spoken English , IELTS এবং Phonetics শেখানোর ক্ষেত্রে এদেশের বাংলা ভাষাভাষী শিক্ষার্থীদের কাছে- বাংলা ভাষাকে, বাংলা বাক্য দিয়ে Tense ও অন্যান্য বাংলা ব্যাকরণের ব্যবহারিক দিক আলোচনায় এনে – তা শিক্ষার্থীদের মাঝে বাংলায় বুঝিয়ে English Language সহ IELTS ও Phonetics এর কোর্স পরিচালনা করে থাকে।
তাই যে কোনো LEVEL এর শিক্ষার্থী বাংলা ভাষা দিয়ে অতি সহজেই ইংরেজি ভাষাকে আয়ত্ত করার ক্ষেত্রে The Message এ দ্রুত কৌশল ও আত্ম বিশ্বাস খুঁজে পায়।
পাশাপাশি, এক জন শিক্ষার্থী যখন নির্দিষ্ট Course Duration এ ইংরেজি ভাষা শেখার ক্ষেত্রে কাংঙ্খিত দক্ষতা অর্জন করতে পারে না – সেক্ষেত্রে The Message, Course Duration বিবেচনায় না এনে, ইংরেজি ভাষার উপর প্রতিটি শিক্ষার্থীর কাঙ্খিত দক্ষতা অর্জনের চুড়ান্ত লক্ষ্য পর্যন্ত একজন শিক্ষার্থীকে ভাষা শেখার জন্য Support দিয়ে যায়।
তাই এদেশের অন্যান্য ভাষা শিক্ষা প্রতিষ্ঠানে একজন শিক্ষার্থী তার নিজেকে Spoken English, IELTS, ও Phonetics কোর্সএ সম্পৃক্ত করার আগে, অন্তত বাংলা ভাষী হিসেবে The Message এ এসে, কোর্স গুলোর বিষয়ে ইংরেজি ভাষা শেখার ক্ষেত্রে সিদ্ধান্ত নেয়ার দাবি রাখে।
তাই, প্রতি শুক্রবারের সেমিনারে এসে উপস্থিত হয়ে বুঝে নিন আসলেই The Message বাঙালিদের খুব সহজেই ইংরেজি ভাষা শেখাতে পারে কি পারে না।
The Message Institute প্রতিটি শিক্ষার্থীকে মনোযোগ দিয়ে শিক্ষা অর্জনের ক্ষেত্রে ক্লাস রুম এর পরিবেশ ও Educational Equipment দিয়ে Decoration করে মনোযোগের সাথে Study করতে আগ্রহী করে তোলে।
Spoken & Writting, IELTS এবং Phonetics এর জন্য ভিন্ন ভিন্ন দলে Matching করে Problem Solved এর জন্য Group Learning এর Arranged করে। যেখানে Weak Learns -রা অপেক্ষাকৃত Advanced শিক্ষার্থীদের কাছ থেকেও Help নিতে পারে, অন্যদিকে Advanced -রা Leadership Standard Enjoy করে।
আমাদের শিক্ষার্থীদেরকে আলাদা করে বাজার থেকে বই কিনতে হয় না। The Message Institute এর Spoken ও Written এর নিজস্ব বই-ই Spoken ও Written শেখার জন্য যথেষ্ট। এছাড়া IELTS ও Phonetics এর জন্য আমাদের কাছে থাকা বই ও অন্যান্য Relevant রিসোর্স ব্যবহার করে প্রত্যেক শিক্ষার্থী পূর্ণাঙ্গ প্রস্তুতি গ্রহন করতে পারে।
Spoken ও Phonetics এর ক্ষেত্রে Spontaneous Presentation সামর্থ্য অর্জন না হওয়া পর্যন্ত এবং IELTS পরীক্ষার আগ মুহূর্তে শিক্ষার্থীদের আলাদা ভাবে কেয়ার ও টিস্ক দেয়ার মাধ্যমে তাদেরকে প্রত্যাশিত লক্ষ্য অর্জনের জন্য The Message Institute সব সময় অতন্দ্র প্রহরীর মতো শিক্ষার্থীদের পাশে থাকে।
আমরা শিক্ষার্থীদের একদিনে একের অধিক ক্লাস করার সুযোগ দিয়ে থাকি। যাতে করে Spoken ও Written, Phonetics, বা IELTS এর Learning Process এর সকল সমস্যাকে শিক্ষার্থীরা Instant সমাধান করতে পারে। এতে শিক্ষার্থীদের শিক্ষা অর্জনের Actual সময় কমে আসে।
আমাদের শিক্ষার্থীদেরকে আলাদা করে বাজার থেকে বই কিনতে হয় না। The Message Institute এর Spoken ও Written এর নিজস্ব বই-ই Spoken ও Written শেখার জন্য যথেষ্ট। এছাড়া IELTS ও Phonetics এর জন্য আমাদের কাছে থাকা বই ও অন্যান্য Relevant রিসোর্স ব্যবহার করে প্রত্যেক শিক্ষার্থী পূর্ণাঙ্গ প্রস্তুতি গ্রহন করতে পারে।
বিজ্ঞাপনের ভাষায় বিভ্রান্ত বা দ্বিধান্বিত না হয়ে, সত্যিকার অর্থে আপনি যদি বাংলা ভাষী হয়ে এখনও English জানার ক্ষেত্রে নিজেকে দুর্বল মনে করেন কিংবা English Language নিয়ে অন্যের সামনে হীনমন্যতায় ভোগেন, Please জড়োতায় না ভুগে The Message Institute এ এক বারের জন্য হলেও আসুন। অর্থনৈতিক ভাবে বাঙ্গালীরা আমরা দুর্বল হতে পারি, মেধায় কিন্তু নয়! আর আমাদের শিক্ষা ও সমাজ বাবস্থা English জানা মানুষদের মেধাবী বা জ্ঞানী হিসেবে আজও স্বকৃতি দেয়। সত্যিকার অর্থে, English জানলেই কেউ মেধাবী বা জ্ঞানী হয়ে যান না।
বর্তমান সভ্যতায় আমাদের মতো দেশের মানুষকে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে গেলে English না শেখার কোন বিকল্প নেই।
তাই The Message Institute English শেখানোর ক্ষেত্রে আপনাকে English -এ যতটা দুর্বল ভেবে English ভাষা শেখানোর চেষ্টা ও কেয়ার করে থাকে, The Message Institute এর মতো করে English শেখার ক্ষেত্রে আপনি হয়তো তেমন সেবা অন্য কোথাও নাও পেতে পারেন।
এছাড়া, আপনি যদি আরো মতামত পড়তে চান, তাহলে Google Maps এ গিয়ে পড়তে পারেন। অথবা আপনি চাইলে আমাদের Facebook Page Visit করেও আমাদের সম্পর্কে আমাদের শিক্ষার্থীদের লেখা মতামত পড়তে পারেন।