ঠিকানা
112, 2 No Dayeera Sharif Gate, Azimpur, Dhaka - 1205
ফোন
01718-660604
01618-660604
প্রচলিত ইংরেজি শিক্ষা ব্যবস্থার বাইরে একে বারেই বাংলা ভাষাকে মাধ্যম ধরে খুব সহজেই The Message Institute আপনাকে যেভাবে ইংরেজি ভাষা শেখার কাজটি দীর্ঘ দিন যাবৎ ধরে করে আসছে, তা শুক্রবারের সেমিনারে এসে উপস্থিত হয়ে বুঝে নিন আসলেই The Message বাঙালিদের খুব সহজেই ইংরেজি ভাষা শেখাতে পারে কি পারে না।
আমাদের সকল কোর্স অফলাইনে করানো হয়। কোর্স সম্পর্কিত বিস্তারিত জানতে কোর্স পেইজ ভিজিট করুন অথবা সরাসরি প্রতিষ্ঠানে এসে যোগাযোগ করুন
✓ প্রতিদিন ক্লাস ✓ ৬ মাসে ২০০ এর অধিক ক্লাস ✓ ৫০টির বেশী টাস্ক ✓ Flexible Class Time ✓ একটি বই ✓ প্র্যাকটিস সেশন
✓ প্রতিদিন ক্লাস ✓ ৬ মাসে ২০০ এর অধিক ক্লাস ✓ ১০০টির বেশী টাস্ক ✓ Flexible Class Time ✓ IELTS এর প্রয়োজনীয় ৩টি বই ✓ Free Mock Test
✓ সপ্তাহে ৩ দিন ক্লাস ✓ ৬ মাসে ১০০ এর অধিক ক্লাস ✓ ৫০টির বেশী টাস্ক ✓ Flexible Class Time ✓ প্রয়োজনীয় বই ✓ প্র্যাকটিস সেশন
S.S.C এবং H.S.C পরীক্ষার আগে আগে, শিক্ষার্থীদের পাশাপাশি বিশেষ করে, আমাদের দেশের অভিভাবকরাও শিক্ষার্থীদের English বিষয়ে ভালো ফলাফলের জন্য উদ্বিগ্ন হয়ে পড়েন। এবং English -এ ভালো Result এর প্রত্যাশায় কোন ক্ষেত্রে Private শিক্ষক নিয়োগ, অধিকাংশ ক্ষেত্রে বিশেষ কোন কোচিং সেন্টারে S.S.C ও H.S.C পরীক্ষার পূর্ব পর্যন্ত শিক্ষার্থীদের English Model Test এ অংশ গ্রহন করানো এবং বাড়তি Take Care নেয়া শুরু করেন। এর মাধ্যমে S.S.C ও H.S.C পরীক্ষাতে কাঙ্ক্ষিত ফলাফলও শিক্ষার্থীরা হয়তোবা পেয়ে যান এবং অভিভাবকরাও English এর Result নিয়ে এক রকম খুশীই থাকেন। কিন্তু… বিস্তারিত পড়ুন
বাংলা ভাষাভাষী শিক্ষিত সমাজের লোকদের মাঝে এটি পরিষ্কার যে -বিশ্ববিদ্যালয়ের উচ্চতর ডিগ্রী থাকা সত্ত্বেও – অনেকেই আমরা মাতৃভাষার মতো করে English ভাষা বলতে বা লিখেত পারি না।শিক্ষিত হওয়া সত্ত্বেও এই English ভাষা মন খুলে বলতে বা হাত খুলে যে কারণে লিখতে পারি না – তার পেছনে রয়েছে আমাদের ঐতিহ্যবাহি শিক্ষা ব্যবস্থার বিশেষ করে ইংরেজি বিষয়ে শিক্ষা প্রদানের সমন্বয়হীনতা। এক্ষেত্রে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, বা কোন শিক্ষা প্রতিষ্ঠান দায়ী নন।জন্ম গ্রহণের পর একটি শিশু যখন তার নিজিস্ব মাতৃভাষার alphabet বা অক্ষর না জেনেই তার মায়ের ভাষা বলতে শিখে এবং প্রাতিষ্ঠানিক পড়াশুনা করলে সেই ভাষা লিখতেও শিখে, সেখানে… বিস্তারিত পড়ুন
The Message, বাংলাদেশে বাংলা ভাষাভাষীদের জন্য খুবই সহজে বাংলা ভাষাকে ভিত্তি ধরে ইংরেজি ভাষা শেখানোর একটি অন্যতম প্রতিষ্ঠান । যেখানে প্রায় সব বয়সী শিক্ষার্থীরা নিজেদেরকে একে বারে শূন্য থেকে ইংরেজি ভাষাকে আয়ত্ত করতে শিখে । আমাদের দেশের প্রচলিত শিক্ষা ব্যবস্থায় Primary স্কুল থেকে উচ্চ শিক্ষার Level পর্যন্ত সব গুলো ধাপ সম্পন্ন করার পরেও যেখানে অধিকাংশ মানুষ ইংরেজিতে স্বতঃস্ফূর্তভাবে কথা বলতে এবং হাত খুলে ইংরেজি লিখতে ব্যর্থ হন, সেখানে The Message শুধু মাত্র বাংলা ভাষাভাষী মানুষদের ইংরেজি ভাষাকে নিজের মাতৃ ভাষার মতো করে কথা বলাতে এবং লিখতে পারার সামর্থ অর্জনে মানুষের লালিত স্বপ্নের বাস্তবায়ন করে যাচ্ছে ।
তাই “The Message” আগত শিক্ষার্থীদের কাছে একটি আস্থার নাম, যে নামটি শিক্ষার্থীরা বুকে ধারন করে আত্ম বিশ্বাস নিয়ে দেশে ও বিদেশে সুনামের সাথে ইংরেজি ভাষা জানার দক্ষতাকে কাজে লাগিয়ে নিজেদের কর্ম ক্ষেত্র ও জীবনকে উপভোগ করছে ।
The Message Institute এর ৩টি কোর্স রয়েছে। 1. Spoken English, 2. IELTS Course, 3. English Phonetics Course
গত এক দশকে প্রায় ১০ হাজারেরও বেশী শিক্ষার্থী The Message Institute থেকে কোর্স সম্পূর্ণ করে বর্তমানে সফলতার সাথে জীবন পরিচালনা করছে
শিক্ষার্থীদের সফলতাই আমাদের সফলতা। আমাদের প্রায় শতভাগ শিক্ষার্থীই সফল। যা তাদের দেয়া মতামত দেখলেই বুঝতে পারবেন
সাধারণত আমরা সরাসরি ক্লাস নিয়ে থাকি। আপাতত Online ভিত্তিক কোন ক্লাস নেই। The Message একটি কথা খুবই বিশ্বাস করে তাহলো English একটি Language তাই এর ব্যাবহারিক অর্থাৎ Physical বা Offline ক্লাসই সেরা। Online এ মানুষ বুজতে পারলেও এর ব্যবহারিক প্রয়োগ অন্তত Offline এর মতো কখনই হয় না।
The Message Institute -এর Spoken English Course টি এমন ভাবে সাজানো হয়েছে যাতে করে সকল বয়সের শিক্ষার্থীরা একটি কোর্সের মাধ্যমে English Speaking -এ দক্ষতা অর্জন করতে পারে। আমাদের কোর্সটির জন্য বয়স কোনো বাধা না বরং ইচ্ছা শক্তিই হচ্ছে মূল। JSC, SSC, HSC, BSC অথবা MSC আপনি যেই Level -এরই শিক্ষার্থীই হননা কেন, আমাদের Spoken English Course টিই আপনার English Learning জন্য যথেষ্ট।
The Message Institute এ IELTS Course টি করার জন্য বিশেষ কোন যোগ্যতার প্রয়োজন নেই। সাধারনত শিক্ষার্থীরা HSC আগে-পরে ভর্তি হয়ে থাকে। তবে কিছু ক্ষেত্রে দেখা যায়, লম্বা সময় ধরে IELTS Preparation নেয়ার জন্য অনেকে SSC এর পরই, নিজেকে IELTS এর সাথে সম্পৃক্ত করে। আর যারা IELTS Course Job এ জন্য করে থাকেন, তারা কোন প্রকার বাধা ছাড়া যেকোন সময় আমাদের IELTS Course এ অংশগ্রহন করতে পারবেন।
English Phonetics এর এই কোর্সটি করতে হলে, শিক্ষার্থীর অবশ্যই ইংরেজীতে কথা বলার সামর্থ্য থাকতে হবে। অন্যথায় শিক্ষার্থীকে আগে Spoken English Couse করে ইংরেজীতে কথা বলার পূর্ণ সামর্থ্য অর্জন করতে হবে। তারপর সে English Phonetics এর কোর্সটি করতে পারবে।
বাংলাদেশে অনেক দেশি-বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, যেখানে English শেখার জন্য এই কোর্স গুলো করা যায়। প্রশ্ন হলো, আপনি কেন আমাদের কোর্স গুলোই করবেন? নির্দিষ্ট কিছু বিষয় রয়েছে যা আমাদের কে অন্যান্য English Coaching গুলো থেকে আলাদা করে যেমনঃ
কোর্সের সময়: প্রায় সব Coaching গুলোতে কোর্সের সময় নির্ধারিত। নির্ধারিত সময় শেষ হয়ে গেলে কোর্সের ক্লাস শেষ করে দেয়া হয়। ফলে এমন অনেক শিক্ষার্থী থাকে যারা কিনা তাদের কাঙ্ক্ষিত সফলতা অর্জন করতে পারে না। তবে আমাদের শিক্ষার্থীদের ক্ষেত্রে আমার এমনটা করি না। আমাদের English Coaching এ শিক্ষার্থীরা তত দিন পর্যন্ত ক্লাস করতে পারে যত দিন না তারা পরিপূর্ণ ভাবে শিখতে পারছে। ফলে প্রায় শতভাগ শিক্ষার্থীই তার কাঙ্ক্ষিত সফলতা অর্জন করতে পারে।
ক্লাসের সময় এবং সংখ্যাঃ সাধারণত শিক্ষা প্রতিষ্ঠান গুলি শিক্ষার্থীদের একটি নির্দিষ্ট পরিমাণ ক্লাস সংখ্যা ধরে দেন কোর্স শুরু করার আগেই। কিন্তু আমাদের English Training এর ক্ষেত্রে আমারা শিক্ষার্থীদের কোন নির্দিষ্ট সময় অথবা ক্লাস সংখ্যা বেধে দেই না। The Message Institute এ একজন শিক্ষার্থী চাইলে দিনে দুইটি অথবা তিনটি ক্লাসও করতে পারে এবং দিনের যেকোন সময় সে ক্লাস এ অংশ গ্রহন করতে পারবে। এই সকল ব্যপারে আমারা শিক্ষার্থীদের কোন প্রকার বাধা প্রদান করি না। ফলে শিক্ষার্থীরা মনোস্ফূর্ত ভাবে ক্লাসে অংশগ্রহণ করতে পারে।
এই সম্পর্কে আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন আমাদের ফোনে অথবা ঠিকানায়।
বাংলাদেশে অনেক দেশি-বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, যেখানে English শেখার জন্য এই কোর্স গুলো করা যায়। প্রশ্ন হলো, আপনি কেন আমাদের কোর্স গুলোই করবেন? SPOKEN…
S.S.C এবং H.S.C পরীক্ষার আগে আগে, শিক্ষার্থীদের পাশাপাশি বিশেষ করে, আমাদের দেশের অভিভাবকরাও শিক্ষার্থীদের English বিষয়ে ভালো ফলাফলের জন্য উদ্বিগ্ন হয়ে পড়েন। এবং English -এ…
The Message Institute এ Spoken ও Written কোর্সে আপনাকে বাসায় পড়তে হবে না। এক কথায়, বাসায় কোন Home Work নেই। Spoken ও Written কোর্সের জন্য…
এছাড়া, আপনি যদি আরো মতামত পড়তে চান, তাহলে Google Maps এ গিয়ে পড়তে পারেন। অথবা আপনি চাইলে আমাদের Facebook Page Visit করেও আমাদের সম্পর্কে আমাদের শিক্ষার্থীদের লেখা মতামত পড়তে পারেন।
যেকোন প্রকার জিজ্ঞাসা অথবা তথ্যের জন্য
যোগাযোগ করুন নিচে দেয়া ফোন নাম্বারে অথবা ঠিকানায়।